পৃথিবীর যেই প্রান্তেই আপনি থাকেন না কেন COVID-19 কিংবা নভেল করোনা ভাইরাস নামটি এতদিনে আপনার আর অজানা নেই। নভেল করোনা ভাইরাস আসার পর আপনি নিশ্চই অতীতের বিভিন্ন সময়ের বায়োলজিক্যাল আউটব্রেক (Biological Outbreak) যেমন সারস, ইবোলা ইত্যাদি নিয়ে খোঁজ নিয়ে ফেলেছেন আর তখনই এপিডেমিক (Epidemic)  আর প্যানডেমিক (Pandemic) শব্দ দুটির সাথে পরিচিত হয়ে গেছেন। আসুন আলোচনা করি Epidemic Vs Pandemic – বিস্তারিত।

আমার এই ব্লগে আমি আপনাকে জানাব এপিডেমিক (Epidemic)  আর প্যানডেমিক (Pandemic) বলতে কি বোঝায়? কেন COVID-19 কিংবা নভেল করোনা ভাইরাসকে এপিডেমিক (Epidemic)  না বলে প্যানডেমিক (Pandemic) বলা হচ্ছে?

Epidemic Vs Pandemic

এপিডেমিক (Epidemic) কি?

বাংলা কথায় এপিডেমিক (Epidemic) মানে হল মহামারী। কোনো জনগোষ্ঠী বা অঞ্চলে রোগ বা অসুস্থতার প্রাদুর্ভাব, দ্রুত বিস্তার বা বৃদ্ধি। এপিডেমিক (Epidemic) রোগ হল এমন যা ঐ নির্দিষ্ট জনগোষ্ঠী বা অঞ্চলে একই সাথে অনেক লোককে আক্রান্ত করবে এবং রোগটি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে যাবে খুব দ্রুততার সাথে।

বুঝার সুবিধার্থে একটি উদাহরণ দেই। সম্প্রতি ডিসেম্বর ২০১৯ এ চীনে উহানে যখন প্রথম নভেল করোনা ভাইরাস ছড়ায় তখন এটা এপিডেমিক পর্যায়ে ছিল, কারন এটা নির্দিষ্ট জনগোষ্ঠী বা অঞ্চলে সীমাবদ্ধ ছিল।

আরও জেনে রাখুন এপিডেমিক (Epidemic) একটি গ্রিক শব্দ। এসেছে এপি (epi) আর ডেমস (demos) থেকে। ডেমস (demos) অর্থ জনগন। আর এপি (epi) অর্থ উপরে।

World Health Organization (WHO) এর  মতে এপিডেমিক (Epidemic) এর সংজ্ঞা জানতে এখানে ক্লিক করুন

প্যানডেমিক (Pandemic) কি?

বাংলা অর্থ করলে দ্বারায় বৈশ্বিক মহামারি, যখন কোন এপিডেমিক (Epidemic) রোগ নির্দিষ্ট জনগোষ্ঠী বা অঞ্চল ছাড়িয়ে বিশাল জনগোষ্ঠী যেমন কয়েক মহাদেশ কিংবা পৃথিবীব্যাপী ছড়িয়ে যায় তখন তাকে প্যানডেমিক (Pandemic) বলে।

COVID-19 কিংবা নভেল করোনা ভাইরাস বর্তমানে সারা পৃথিবীর প্রায় সবখানে ছড়িয়ে পড়েছে, এটা প্যানডেমিক (Pandemic) এর উদাহরণ।

WHO ডিরেক্টর জেনারেল COVID-19 কিংবা নভেল করোনা ভাইরাসকে মার্চ ১১, ২০২০ তারিখ থেকে প্যানডেমিক (Pandemic) বলে আখ্যায়িত করেছেন।

জেনে রাখা ভাল প্যানডেমিক (Pandemic)ও একটি গ্রিক শব্দ। এসেছে প্যান (pan) আর ডেমস (demos) থেকে। প্যান (pan) অর্থ সবার আর ডেমস (demos) অর্থ জনগন।

World Health Organization (WHO) এর  মতে প্যানডেমিক (Pandemic) এর সংজ্ঞা জানতে এখানে ক্লিক করুন

করোনাকালীন সময়ে বেশি বেশি হাত ধুয়ে নিন। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভিটামিন সি বেশি বেশি খান কারণ ভিটামিন সি আপনার শরিরের ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে।

আশাকরি, Epidemic Vs Pandemic ব্যাপারে আপনি ক্লিয়ার হয়ে গেছেন।

বোনাসঃ

এর সাথে আরও একটি শব্দের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দেই- এন্ডেমিক (Endemic)।

যখন কোন রোগ কোন নির্দিষ্ট জনগোষ্ঠী বা অঞ্চলে স্থায়ীভাবে ( অন্য অঞ্চলের কারও সংস্পর্শ ছাড়াই) থেকে যায় তখন তাকে   এন্ডেমিক (Endemic) বলে।

উদাদরণ হিসাবে আফ্রিকার কোন কোন অঞ্চলে ম্যালেরিয়াকে এন্ডেমিক (Endemic) বলা যেতে পারে। এছাড়াও যক্ষা, এইচআইভি এগুলোও এন্ডেমিক (Endemic) বলা যেতে পারে।

এন্ডেমিক (Endemic) শব্দটিও এসেছে গ্রিক শব্দ এন (en) আর আর ডেমস (demos) থেকে। এন (en) অর্থ অভ্যন্তরে আর ডেমস (demos) অর্থ জনগন।

COVID-19 কিংবা নভেল করোনা ভাইরাসের পুরা পৃথিবীর আপডেট জানতে এখানে ক্লিক করুন

COVID-19 কিংবা নভেল করোনা ভাইরাসের বাংলাদেশের আপডেট জানতে এখানে ক্লিক করুন

আশা করি আপনাদের ভাল লেগেছে, ধন্যবাদ।

Previous articleঅনলাইনে আয় করুন – হোম কুয়ারেন্টাইনের সময়কে কাজে লাগান। (Part-01)
Next articleগুগল প্রডাক্ট দিয়ে মাত্র ৩৫০০ টাকা খরচে নরমাল LED/LCD টিভিকে রুপান্তর করুন স্মার্ট টিভিতে
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

2 COMMENTS