কম্পিউটার
কম্পিউটার

২০১৫ সালে আমি একটা ল্যাপটপ কম্পিউটার কিনি, HP ENVY 15-j123tx Notebook PC (ENERGY STAR)। বলা যায় এককথায় দুর্দান্ত পারফর্মেন্স। কমান্ড দেয়ার আগেই দৌড়ায় এমন ছিল। কিন্তু ল্যাপটপের সবই ঠিক আছে কিন্তু সেই পারফর্মেন্স আর পাচ্ছিলাম না। কি যেন ঠিক নাই। ল্যাপটপ অন করার পর চালু হতেই দুই আড়াই মিনিট চলে যেত। এই যুগে অচল মনে হতে লাগল। মনে হত আছাড় মাইরা ফালাই দেই এমন। মাঝখানে ৪ জিবি র‍্যাম লাগাইছিলাম কাম হয় নাই।

হঠাত একদিন অরুপ ভাই এর সাথে দেখা। উনার এলিফ্যান্ট রোডে clickit নামে একটা কম্পিউটার হার্ডওয়ার এর একটা প্রতিষ্ঠান আছে। আমাকে বললেন, ভাই আপনার ল্যাপটপ আমি নতুনের মত পারফর্মেন্স করে দিব। অল্প কিছু খরচ হবে। এই ধরেন ৩১০০ টাকার মত।

আমি কইলাম টাকা ওইটাই দিমু, কাহিনী কি সেইটা কন?

কইল, আপনার ল্যাপটপের পুরান হার্ডড্রাইভ চেঞ্জ করে একটা SSD হার্ডড্রাইভ লাগাই দিব। এটা নিউ টেকনোলজি। আগের হার্ডড্রাইভ ডিস্ক সিস্টেম- পুরান টেকনোলোজি। SSD হার্ডড্রাইভ অনেক ফাস্ট, এরাবিয়ান ঘোরার মত। ক্লিকের আগেই দৌড়াইব।

কইলাম, ভাই দেন কইরা দেন, এরাবিয়ান ঘোরার মত দৌড়াই, কচ্ছপের দৌড় আর ভাল্লাগে না।

এরপর সে আমার ল্যাপটপে Western Digital Green 120 GB SSD লাগায়া, উইন্ডোজ ইন্সটল করে, আগের ডাটা নতুন হার্ডড্রাইভে কপি করে সব শেষে আমার ল্যাপটপ আমাকে হ্যান্ডওভার করে দিলেন।

ল্যাপটপ রিস্টার্ট করার পর আমি ত অবাক, আমার পিসি অন হতে সময় লাগল ১৫-২০ সেকেন্ড। অন হবার সাথে সাথেই কম্পিউটার কাজ করার জন্য রেডি। আগে যেখানে ২-৩ মিনিট অপেক্ষা করে থাকা লাগত।

আপনাদের কেও যদি আমার মত একই সমস্যায় থাকেন চাইলেই অরুপ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে বাসায়/অফিসে গিয়ে সার্ভিস দিয়ে আসবে। তার ফোন নাম্বার ০১৭৩৫-৫৫২০১২

120GB SSD ড্রাইভের দাম ২৬০০ টাকা, ৫০০ টাকা সার্ভিস চার্জ- আপনার বাসায়/অফিসে যাওয়া-আসা উইন্ডোজ ইন্সটল করা ইত্যাদির জন্য। এই সার্ভিসের জন্য এটা তেমন কিছুই না।

আর হ্যা, আপনি চাইলে আগের হার্ডড্রাইভটাও রাখতে পারেন, একটা কেসিং সহ। USB পোর্টে ব্যবহার করতে পারবেন।

অরুপ ভাইয়ের দোকানের ঠিকানাঃ

Shop 531, Suvasto Arcade IT Park, New Elephant Road, Dhaka-1205

ধন্যবাদ।

অনলাইনে আয় করার প্রথম পাঠ এই লিংকে পাবেন।

Previous articleহোম কুয়ারেন্টাইনের সময়কে কাজে লাগান, আয় করুন অনলাইনে। (Part-04)
Next articleশুধুমাত্র বিমান এর শব্দ শুনেই বলে দিন মাথার উপর দিয়ে যাওয়া বিমানটির মডেল, গতি, উচ্চতা, গন্তব্য।
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।