অনলাইনে ইনকাম

আজ আমি আপনাদের শিখাব কিভাবে আপনি নিজেই একটি ব্লগ সাইট বানাবেন। এটা করে আপনার কি লাভ? কিংবা আপনি জানতে চাইতে পারেন এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন? আমার আগের লেখাগুলো পড়ে থাকলে আপনি অলরেডি এফিলিয়েট মার্কেট সম্পর্কে জেনে গেছেন। এই ব্লগ সাইটে আপনি আপনার প্রোডাক্টের প্রোমোশন চালাতে পারেন, ব্লগ লিখে আপনি আপনার সাইটের ভিজিটর আনতে পারেন, সেখান থেকে আপনি Google Adsense এর মাধ্যমে আপনি ইনকামও করতে পারেন। সর্বোপরি একটা ওয়েবসাইট আপনার একটা আইডেন্টিটি। মনে রাখবেন অনলাইনে ইনকাম এর এটা একটা মাধ্যম।

ব্লগ সাইট আপনি দুইভাবে করতে পারেন। একটা ফ্রিতে আরেকটা টাকা খরচ করে। অনেক ওয়েব সাইট ফ্রি ব্লগ তৈরি করতে সহায়তা করে, আবার আপনি Domain কিনে নিজস্ব ওয়েবসাইটেও ব্লগিং করতে পারেন। আজকে আমি শুধু ফ্রিতে কিভাবে একটা ব্লগ বানানো যায় সেটা নিয়েই আলোচনা করব। গুগল এর www.blogger.com –এ গিয়ে এটা আপনি করে ফেলতে পারেন এক নিমিষেই। প্রথমে আপনার যেটা লাগবে তা হল একটি গুগল কিংবা জিমেইল একাউন্ট। এন্ড্রয়েড ফোনের এই যুগে এটা সবারই আছে। না থাকলে আপনি প্রথমেই একটি Google Account করে নিন। আশা করি এটা আপনি নিজেই করে নিতে পারবেন।

www.blogger.com –এ আপনাকে কোন টাকা দিতে হবে না, Domain কিনতে হবেনা, আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ব্লগ পাবলিশ করতে পারবেন এবং Google Adsense এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন।প্রথমে আপনি www.blogger.com –প্রবেশ করুন। লগইন করার জন্য আপনার গুগল একাউন্ট এর আইডি পাসওয়ার্ড ব্যবহার করুন। তাহলে আপনি নিচের মত একটি পেজ পাবেন।

আপনাকে আপনার প্রোফাইলের Display Name সেট করতে বলা হবে। আমি যেমন দিলাম bloglover, এরপর Contiue to Blogger এ ক্লিক করুন। মনে রাখবেন এইটাই আপনার নাম, এই নামেই আপনার সব ব্লগ পাবলিশ হবে।আপনার একাউন্ট এ যেহেতু কোন ব্লগ নাই, তাই আপনাকে create new blog অপশন দেয়া হবে। এখানে চাপুন।

তখন আপনি উপরের মত একটা উইন্ডো পাবেন। যেখানে আপনি আপনার টাইটেল এবং URL Address লিখে থিম সিলেক্ট করতে পারবেন। আমি একটি টাইটেল দিয়েURL Addressদিয়েছি। তারপর create blog এ ক্লিক করবেন। আপনার ব্লগ লেখার পরিবেশ তৈরি হয়ে গেছে।

এখন new post e ক্লিক করে আপনি আপনার ব্লগ লেখা শুরু করে দিতে পারেন। নিচের মত একটা উইন্ডো পাবেন।

এখানে ব্লগের একটি টাইটেল দিয়ে শুরু করে দিন।লেখার মাঝে আপনি চাইলে লিংক, ইমেজ কিংবা ভিডিও সংযুক্ত করতে পারবেন। প্রিভিউ থেকে আপনি আপনার ব্লগ দেখে নিতে পারবেন। তারপর লেখা শেষে পাবলিশ করে দিন।

এটা হল একটা ব্লগ এর বেসিক ধারনা, এখান থেকেই শুরু। এরপর আপনি আপনার ব্লগে ভিজিটর বাড়াবেন, Google Adsense এপ্লাই করবেন, গুগল আপনার ব্লগে তার Advertisement দিবে, গুগলের ইনকামের একটা অংশ আপনিও পাবেন।

অথবা আপনি যদি অলরেডি কোন affiliate program এর অংশ হয়ে থাকেন, তার প্রোমোশন করে প্রোডাক্ট সেল করেও আপনি আয় করতে পারবেন।

আজ এই পর্যন্তই থাক, আরেকদিন আরও বিস্তারিত জানাব। ধন্যবাদ সবাইকে।

এর পরের পর্বগুলো ভিন্ন নামে প্রকাশিত হয়েছে। লিংক এখানে দেয়া হল-

Previous articleহোম কুয়ারেন্টাইনের সময়কে কাজে লাগান, আয় করুন অনলাইনে। (Part-03)
Next articleস্লো কম্পিউটার সুপার ফাস্ট করুন মাত্র ৩১০০ টাকা খরচে।
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।