আমার ব্লগ সাইট রেডিটুরিডিং.কম এর বয়স আজ দুই মাস দশ দিন মাত্র। আমার আশেপাশের তেমন কেও অনলাইনে কাজ করার সাথে জড়িত না থাকায় তারা অনেক সময় আমাকে এটা নিয়ে প্রশ্ন করে থাকেন। অনেকেই জানতে চান ব্লগ থেকে ইনকাম কেমন, কেওবা জানতে চান এর ভবিষ্যৎ কি? আজকের ব্লগে আমি এসব প্রশ্নের উত্তর দিব আশা করছি। আর একই সাথে আপনাদের পরিচয় করিয়ে দীর্ঘ ৫ বছর ধরে ফ্রিল্যান্সিং এ কাজ করেন এমন একজনকে। আশা করি সাথেই থাকবেন।
আমি ব্লগিং কেন করছি
আগে জেনে নিন ব্লগিং কি? আমার দৃষ্টিতে ব্লগিং হল একপ্রকারের অনলাইন ডায়েরীর মত। ডায়েরীতে যেমন আমরা প্রতিদিন লেখালেখি করি, ব্লগিংটাও আমার জন্য তাই। ব্যাপারটা অনেকটা ডিজিটাল ডায়েরী এবং অনলাইন। মানে, আমি যা লিখছি তা ডিজিটালি তা সংরক্ষিত হচ্ছে এবং একই সাথে তা সবার জন্য উন্মুক্ত। যে কেও চাইলেই এটা পড়তে পারছে।
আমি আসলে সেই ২০০৭ সাল থেকেই ব্লগিং করি। মাঝখানে পেশাগত কাজের চাপে অনেকদিন বন্ধ রেখেছিলাম। রিসেন্ট লকডাউনের প্রথম দিকে ১৭ই এপ্রিল হঠাত করেই আমার মনে পরে যায় এবং রাত দুইটার সময় আমি রেডিটুরিডিং.কম ডোমেইনটি রেজিস্ট্রেশন করে ফেলি। মোট কথা এটা আমার শখ। শখ থেকেই আমার ব্লগিং শুরু।
ব্লগ থেকে আমার ইনকাম কত
ভাই, আগেই বলেছি এটা আমার শখ। গত দুই মাসে আমার শুধু খরচই হয়েছে, কোন ইনকাম নেই। তাই বলে কি ব্লগ থেকে ইনকাম হয় না? অবশ্যই হয়, করা যায়। আমি এখনও শুরু করিনি। ব্লগ থেকে কি কি উপায়ে আয় করা যায়-সেগুলো বলি, আপনি নিজেই বুঝবেন।
কিছু ব্রোকারের এফিলিয়েশন নেয়া আছে আমার, সেগুলোর বিজ্ঞাপন আমি আমার ব্লগে দিচ্ছি। এগুলোতে যদি কেও একাউন্ট করে, তাহলে আমার কমিশন আমি পাব। এখনও কেও করেনি যখন করব তখন পেতে থাকব। সেটা মাসে ২০ ডলারও হতে পারে আবার ৫০০ ডলারও হতে পারে।মানে ছিপ ফেলা আছে, মাছ ধরতে পারলে টাকা।
আরেকটি উপায়ে ব্লগ থেকে আয় করা যায় সেটা হল গুগল এ্যাডসেন্স। আমার গুগল এ্যাড দিবে-প্রতি ক্লিকে আমি পেমেন্ট পাব। সো আমার পেমেন্ট পাওয়ার জন্য প্রচুর ভিজিটর আনতে হবে। দিনে হাজার দুইয়েক ভিজিটর হলে ভাল হয়, সেক্ষেত্রে গুগল আমাকে এ্যাড থেকে যা আয় হবে তার দুই তৃতীয়াংশ দিবে। এটাও মারাত্মক ভ্যারিয়েবল ইনকাম। আমি এখনও গুগল এ্যাডসেন্স এ এপ্লাই করিনি। আমার যখন অনেক কন্টেন্ট হবে, আর ব্লগ যখন আরও পপুলার হবে তখন করব ইনশাআল্লাহ।
খরচ কত আমার এই ব্লগ মেইন্টেইন করতে
আমি ২০০০ টাকা দিয়ে ডোমেইন আর হোস্টিং নিয়েছি এক বছরের জন্য। আর গেস্ট ব্লগারদের সামান্য কিছু পেমেন্ট করেছি, সামনে আরও করার ইচ্ছা আছে। আপাতত খরচ বলতে এই। ও হ্যা, সাথে আমার খাটুনি ত আছেই।
ব্লগের ভবিষ্যৎ কি
হ্যা, এই প্রশ্নটি খুবই ইম্পরট্যান্ট এবং আমার জন্য একটা চ্যালেঞ্জ আমি মনে করি। আমার স্বপ্ন হল আমার ব্লগে ৫০০০+ কন্টেন্ট থাকবে। প্রতিদিন হাজার পাঁচেক অরগানিক ভিজিটর থাকবে যা আসবে গুগল সার্চ থেকে এবং আমি এই ব্লগ থেকে মাসে ২ হাজার ডলার মাসে ইনকাম করব। সেই পর্যায়ে যেতে হয়ত আমার ৫ বছর লাগবে, কিন্তু আমি সেদিনের স্বপ্ন দেখি। সেই স্বপ্নই আমাকে প্রতিদিন ব্লগিং করতে উৎসাহিত করে। একদিন হবে ইনশা-আল্লাহ। দোয়া করবেন।
একজন ফ্রি ল্যান্সারের পরিচয়
আগেই বলেছি আজ আমি আপনাদের সাথে একজন ফ্রিল্যান্সারের পরিচয় করিয়ে দেব যিনি দীর্ঘ ৫ বছর ধরে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাচ্ছেন। তার ডিটেইল হল-
- নাম- মহিউদ্দিন রহমান
- শিক্ষাগত যোগ্যতাঃ নরদান ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শেষ করবেন কিছুদিনের মাঝেই।
- পেশাঃ আগে ছিলেন থ্রি সিক্সটি ডিগ্রী টোটাল সল্যুশন লিমিটেড এ আর এখন আছেন মিরকোড সল্যুশন এ। সাথে ফ্রিল্যান্সিং তো আছেই।
- এক্সপার্টাইজঃ মূলত তিনি একজন ওয়েব ডেভলপার এবং কন্টেন্ট রাইটার। এখন পর্যন্ত ১০০+ দেশি-বিদেশি প্রজেক্ট তিনি সফল ভাবে সম্পন্ন করেছেন।
- তার ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিচ্ছি এখানে। কারও প্রয়োজন হলে দেখে আসতে পারেন।
কেন মহিউদ্দিন রহমানকে এখানে উল্লেখ করলাম
আসলে মহিউদ্দিন রহমানকে দেখে আমি উৎসাহিত হই, আজ আমার বয়স ৩৮ না হয়ে যদি ২০ হত আমি তার মত করে আমার ক্যারিয়ার সাজাতাম। এখানে দেওয়ার উদ্দেশ্যও তাই। ২০ বছর বয়সের কেও যদি তাকে দেখে উৎসাহিত হয় তাতেই আমি সার্থক। আল্লাহ মহিউদ্দিন রহমানকে আরও সফল করুন।
এর বাইরে কারও কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে। প্রশ্ন করুন, গুরুত্বসহকারে উত্তর দেয়া হবে। ধন্যবাদ সবাইকে।
Thanks a lot a lot brother ! Didn’t think you’ll do that much . May Allah bless you too and achieve huge success on IT. Keep writing …keep focused.
You are welcome!!
this was really inspiring. Hope you will achieve what you wished for. Best wishes!
Thank you so much