টাকা ছাড়াই সদকার সোয়াব

সদকার কথা মনে হলেই আমাদের মনে যেটা প্রথম উদয় হয় তা হল টাকা। টাকা  অবশ্যই সদকা করার একটা অন্যতম ভাল উপায় কিন্তু আপনি জানেন কি টাকা ছাড়াও আপনি আরও অনেকভাবে সদকা আদায় করতে পারেন? আজকে আমি আপনাদের টাকা ছাড়াই সদকার সোয়াব হাসিল কিভাবে করা যায় সেসম্পর্কে জানাব। এটা ফলো করে আপনিও সদকার সোয়াব অর্জন করতে পারবেন। টাকা ছাড়া সদকা করার অনেক উপায় আছে, তম্মধ্যে আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ ৫ টি উপায় আজ জানাব।একাজগুলো হয়ত আপনি এমনিতেই করে থাকেন কিন্তু এখন থেকে করবেন সোয়াবের আশায় আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য।

১।  পরিবারের জন্য ব্যয় করা

আপনার হালাল আয় থেকে আল্লাহর সন্তুষ্টির আশায় আপনার পরিবারের জন্য ব্যয় আপনার জন্য সদকা স্বরুপ তা যত সামান্যই হোক না কেন। সুতরাং পরিবারের সবার মাঝে ছোট-খাট জিনিষ দেয়া-নেয়ার প্রচলন করুন। এটা শুধু আপনার পারিবারিক বন্ধনকে দৃঢ় করবে তাই নয়, আপনাকে সদকার সোয়াবও হাসিল করতে সহায়তা করবে। দেখলেন তো টাকা ছাড়াই সদকার কত সহজ উপায় আল্লাহ তায়ালা রেখেছেন।

২। আপনার হাসি মুখ একটি সুন্নাহ এবং সদকা

পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, অফিস কলিগ কিংবা সম্পূর্ণ অপরিচিত কারো সাথে দেখা হলে হাসি মুখে কথা বলুন। কিন্তু সতর্ক থাকুন বিপরীত লিঙ্গের ক্ষেত্রে- এটা ফিতনা তৈরি করতে পারে। এটিও একই সাথে সুন্নাহ এবং আপনার জন্য সদকা স্বরুপ।

৩। কারও তৃষ্ণা নিবারন করা বড় সদকা

তৃষ্ণার্ত কাওকে যদি আপনি পানি খাওয়ান সেটাও আপনার জন্য সদকা স্বরুপ এবং এটা অন্যতম বড় সদকা। আপনার বাসায়, অফিসে কিংবা রাস্তায় কেও যদি আপনার কাছে পানি চায় আর আপনি শুধুমাত্র পানি দিয়ে তার তৃষ্ণা নিবারণ করেন তাহলে আপনার আমল নামায় সদকার সোয়াব লিখা হবে। সুবহানাল্লাহ টাকা ছাড়াই সদকার কত সহজ উপায় আল্লাহ তায়ালা রেখেছেন। আসুন আদায় করি।

৪। কাওকে সৎ উপদেশ দেয়াও সদকা স্বরুপ

আপনার কাছে  যদি কেও পরামর্শ চায় আর আপনি তাকে সৎ উপদেশ দেন সেটাও আপনার জন্য সদকা স্বরুপ। কিংবা আপনি যদি কাওকে ভাল কাজে উৎসাহিত করার জন্য সৎ উপদেশ দেন সেটা আপনার জন্য সদকা হবে।

৫। আপনার সততা আপনার জন্য সদকা

আপনার পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, অফিস কলিগ কিংবা সম্পূর্ণ অপরিচিত যে কারো সাথে যদি আপনি সৎ থাকেন এবং ন্যায়-পরায়ন হন তাহলেও এটা আপনার জন্য সদকা হিসেবে গন্য হবে। সুবহানাল্লাহ টাকা ছাড়াই সদকার কত সহজ উপায় আল্লাহ তায়ালা রেখেছেন। আসুন আদায় করি।

এরপরেও কি আমরা বলব আমি গরীব তাই সদকা করতে পারছি না কিংবা টাকার অভাব আমাদেরকে সদকা করা থেকে বিরত রাখতে পারবে? ইসলামের সৌন্দর্য এখানেই। আসুন এই রমজানের মাসে আমরা বেশি বেশি সদকা করি, জানেন তো এই মাসের যেকোন আমলের সোয়াব অনেকগুন বেশি।

আমার ইসলামিক আরেকটি ব্লগ পড়ুন।

রেডিটুরিডিং ব্লগের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতে চাইলে ভিজিট করুন এই লিংকে

ধন্যবাদ।

Previous articleকিম জং-উন এর সাতকাহন-বর্তমান পৃথিবীর সর্বকনিষ্ঠ রাস্ট্রনায়কের পারিবারিক ইতিহাস।
Next articleইমিউনিটি সিস্টেম শক্তিশালী করবেন কিভাবে? ভিটামিন সি কি শুধুই কমলায়?
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

2 COMMENTS

  1. মাশাআল্লাহ। খুব সুন্দর লিখেছিস। আল্লাহ্‌ আমাদের বেশী করে সদকাহ করার তউফিক দিন। আমিন