আমি আমিনা খাতুন তিশা। আমি লিখালিখিতে অসামান্য কেউ না, তবে লিখতে ভালই লাগে। গদবাধা লেখালেখির চেয়ে আমি নিজের জীবনের কাহিনি বা গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। জীবনে কিছু ভালো করার ইচ্ছা আছে। জানি না কতটুকু সফল হব, তবে আশাহত হতে চাই না।
বাংলাদেশের রাজধানী ঢাকা। যান্ত্রিকতা এবং ব্যস্ততার এমন এক শহর যার মধ্যে দম ফেলা যেন দায়। করোনাকালীন পরিস্থিতিতেও এর ব্যস্ততা দেখলে সত্যি অবাক হতে হয়।...