ওয়াইফাই রিপিটার

আপনার বাসায় ব্রড ব্যান্ড কানেকশন আছে কিন্তু রাউটারটি এক কোনায় হওয়ায় বাসার আরেক প্রান্ত থেকে ভাল সিগন্যাল পাচ্ছেন না। বেডরুমে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে ব্রাউজিং করতে পারছেন না আরাম করে, তাই না? শুধু আপনার না এই সমস্যা আমাদের অনেকেরই।  আসলে আমরা হাজার দুয়েক টাকার মধ্যে যে রাউটারগুলো কিনি তার সিগন্যাল স্ট্রেংথ অতটা ভাল হয়না যে দেয়াল ভেদ করে অন্য রুমে ভাল সিগন্যাল পাঠাবে তাই যাদের বাসা বেশ বড় কিংবা একটু লম্বা সাইজের এটা তাদের একটা কমন সমস্যা। তাহলে সমাধান কি? ওয়াইফাই রিপিটার আপনাকে দেবে এই সমস্যার সমাধান। আজকের ব্লগে আমি আপনাদের জানাব ওয়াইফাই রিপিটার কি এবং কিভাবে ইন্সটল করবেন?

ওয়াইফাই রিপিটার কি

ওয়াইফাই রিপিটার এমন একটি ডিভাইস যা আপনার দুর্বল ওয়াইফাই সিগন্যালকে এমপ্লিফাই বা বাড়িয়ে নিয়ে আবার ব্রডকাস্ট করে থাকে। খাটি বাংলায় এটি আপনার বাসার ওয়াইফাই কাভারেজ বাড়িয়ে দেবে। আমি এখানে আপনাকে একটি গাইড লাইন দিয়ে দিচ্ছি। ঠিক যেখান থেকে আপনার বাসার সিগন্যাল স্ট্রেংথ কমতে শুরু করেছে সেখানে এটিকে প্লাগইন করে পাওয়ার অন করে দিন।

ওয়াইফাই রিপিটার কোথায় ব্যবহার করবেন

ঠিক যেখান থেকে আপনার রাউটারের সিগন্যাল স্ট্রেন্থ কমতে শুরু করেছে সেখানে এটি ইন্সটল করুন। ওয়াইফাই রিপিটার সাধারণত আকারে খুব ছোট হয়ে থাকে। যেকোন প্লাগে এটিকে লাগিয়ে পাওয়ার অন করে দিলেই হয় তবে আপনার রাউটারের সাথে একে কনফিগার করে দিতে হবে, এটিও খুবই সহজ কাজ। আসুন দেখে নেই কিভাবে কনফিগার করা যায়-

ওয়াইফাই রিপিটার কিভাবে কনফিগার করবেন

ওয়াইফাই রিপিটার কনফিগার করা পানির মত সহজ একটি কাজ। কয়েকটি সহজ ধাপ অনুসরন করেই কাজটি করা যায়।

যে ব্রান্ডেরই রিপিটার ব্যবহার করেন না কেন তার গায়ের স্টিকারে একটি আইপি এড্রেস এবং আইডি পাসওয়ার্ড লিখা থাকবে। ব্যপারটি হয়ত লক্ষ্য করে দেখেছেন।

প্রথমে আপনার ওয়াইফাই রিপিটারটিকে পাওয়ার কানেক্ট করে নিন এবং আপনার পিসি বা ল্যাপটপকে ঐ ওয়াইফাই রিপিটারের ওয়াইফাই এ কানেক্ট করুন। আর যদি প্যাচ কর্ড থাকে তাহলে সরাসরি ল্যান ক্যাবল দিয়ে কানেক্ট করে নিন।

এবার আপনার ব্রাউজারের এড্রেস বারে আইপি এড্রেসটি বসিয়ে এন্টার চাপুন। লগইন করতে ডিভাইসের গায়ের আইডি পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনি কি জানেন আপনার বাসার ব্রড ব্যান্ডের আইপি এড্রেস রিয়েল আইপি নাকি শেয়ারড? কিভাবে চেক করবেন? এই ব্লগে পাবেন কিভাবে চেক করা যায়।

এবার রিপিটার ডিভাইসকে  আপনার বাসার এক্সিস্টিং নেটওয়ার্কে কানেক্ট করে দিন আপনার ওয়াইফাই এর এরএসএসআই ডি ও পাসওয়ার্ড ব্যবহার করে। আপনি চাইলে নতুন এসএসআইডি সেট করে তার জন্য আলাদা পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। ঠিক যেখান থেকে আপনার বাসার সিগন্যাল স্ট্রেংথ কমতে শুরু করেছে সেখানে এটিকে প্লাগইন করে পাওয়ার অন করে দিন।ব্যস, হয়ে গেল।

একই ধরনের কাজ করে কিন্তু কাজের টেকনিক ভিন্ন আরেকটি ডিভাইস হল ওয়াইফাই এক্সটেন্ডার। ওয়াইফাই রিপিটার যেমন বিনা তারে আপনার বাসার কাভারেজ বাড়াতে সহায়তা করল ওয়াইফাই এক্সটেন্ডার একটু ভিন্নভাবে ইন্সটল করতে হয়। এটিকে তার দিয়ে আপনার রাউটারের সাথে কানেক্ট করতে হবে।

ওয়াইফাই রিপিটার এবং ওয়াইফাই এক্সটেন্ডারের কার্যক্ষমতার কিছুটা পার্থক্য পাবেন। ওয়াইফাই এক্সটেন্ডার যেহেতু তার দিয়ে সরাসরি মেইন রাউটারের সাথে কানেক্ট করা থাকে এটি আপনাকে মেইন ওয়াইফাই এর সমান স্পীড দিবে কিন্তু এটি ৫০% স্পীড কম সরবরাহ করবে।

কোনটি ব্যবহার করবেন রিপিটার নাকি এক্সটেন্ডার

তারবিহীন হওয়ার কারনে এটি খুব বেশি জনপ্রিয়, একটি বাসার যেখানে সিগন্যাল দুর্বল সেখানে খুব সহজে সিগন্যাল এমপ্লিফাই করে ব্রডকাস্ট করা যায়। আপনার বাসায় ওয়াইফাই স্ট্রেংথ বাড়াতে আপনিও ব্যবহার করে দেখতে পারেন।

অন্যদিকে এক্সটেন্ডার তার টেনে ইন্সটল করতে হয় বলে একটু ঝামেলাপূর্ণ। তবে স্পীড পাবেন ১০০% মেইন রাউটারের মত। বাসা খুব বেশি বড় বা লম্বা হলে এটি ব্যবহার করতে পারেন। রিপিটারারের দাম সম্পর্কে ধারনা পেতে এই সাইটে দেখে আসতে পারেন।

ধন্যবাদ সবাইকে। আসা করি আমার এই ব্লগ আপনার কাজে লাগবে।

Previous articleফ্রি ওয়াইফাই কতটুকু নিরাপদ?
Next articleAirtel Free MB-একদম ফ্রীতে ১ জিবি ইন্টারনেট।
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

2 COMMENTS

  1. বিষয়টা জানতাম না। আমার বাসায় অন্য রুমে গেলেই পাওয়ার কমে যায়। সমাধান পেলাম। ধন্যবাদ