আমার আগের পর্ব যদি আপনারা পরে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে সাধারন ধারনা আপনি অলরেডি পেয়ে গেছেন, আজ আমি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করব। আজকের ব্লগ পড়ে আপনি জানতে পারবেন কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন? আর নিচের প্রশ্নগুলোর উত্তর আপনি এখন জানেন।
- মার্কেটিং কি
- ডিজিটাল মার্কেটিং কেন জনপ্রিয় হচ্ছে দিন দিন
- কেন ডিজিটাল মার্কেটিং করবেন,
- কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন
- ডিজিটাল মার্কেটিং এর সেরা ৯টি মাধ্যম
- ডিজিটাল মার্কেটিং কে পেশা হিসেবে নেয়া যায় কিনা
- পেশা হিসেবে নিতে গেলে আপনার কি কি স্কিল থাকা জরুরী
যদি না জেনে থাকেন তাহলে আমি অনুরোধ করব, আগের পর্বটি পড়ে নিন। লিংক নিচে দেয়া হল।
ডিজিতাল মার্কেটিং কি? কিভাবে ডিজিতাল মার্কেটিং করবেন?
আজ আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর সেরা ৯টি মাধ্যম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেরা ৯টি মাধ্যম গুলো কি কি আরেকবার জেনে নেই।
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
- সার্চ ইঞ্জিন মার্কেটিং
- সোশ্যাল মেডিয়া মার্কেটিং
- মোবাইল মার্কেটিং
- ইমেইল মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং
- ভিডিও মার্কেটিং
- ব্লগ পোষ্ট মার্কেটিং
- অনলাইন এ্যাডভাটাইজিং
এবার আসুন প্রতিটা বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (এসইও)
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (Search Engine Optimization) বা সংক্ষেপে একে বলে এসইও (SEO)।আপনি যদি শুধুমাত্র এসইও (SEO) টাই ভালমত শিখতে পারেন আপনাকে হয়ত আর পেছনে ফিরে দেখতে হবে না। এখানে আমি সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি। রেডিটুরিডিং ব্লগে এসইও নিয়ে ৫ পর্বের ধারাবাহিক আলোচনা আছে যা আপনি পড়ে নিতে পারেন।
এসইও হল সেই প্রসেস বা প্রক্রিয়া যার মাধ্যমে সার্চ ইঞ্জিনের নিচের দিকের কোন রেজাল্টকে র্যাংকিং এর পরিবর্তন ঘটিয়ে উপরের দিকে নিয়ে আসা হয়।
উদাহরণ দিলে আরও পরিস্কার হবে, ধরুন আপনি গুগল সার্চে গিয়ে বাংলা ব্লগ লিখে সার্চ দিলেন, আমাদের রেডিটুরিডিং ব্লগকে পেলেন সার্চ রেজাল্টের ১৫ নম্বরে। এখন আমি যদি বাংলা ব্লগ লিখে সার্চ দিয়ে রেডিটুরিডিং ব্লগকে ১,২,৩, কিংবা উপরের দিকের র্যাংকিং এ আনতে চাই তাহলে আমাকে যা করতে হবে তাই হল এসইও। আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে এখন আপনার নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে ডিজিটাল মার্কেটিং এর সাথে এসইও এর কি সম্পর্ক, তাই না?
ডিজিটাল মার্কেটিং এর সাথে এসইও এর সম্পর্ক
আসলে দিন দিন মানুষ ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। যে কোন প্রয়োজনে মানুষ এখন ইন্টারনেটে সার্চ ইঞ্জিনে সার্চ দেয়। আপনার যদি নিজস্ব কোন প্রডাক্ট বা পণ্য থাকে তাহলে মানুষের কাছে সবচেয়ে সহজে যেভাবে পৌছানো সম্ভব তা হল সার্চ ইঞ্জিন। সুতরাং আপনার প্রোডাক্টের একটি ওয়েবসাইট করে এসইও এর মাধ্যমেই আপনি সহজে আপনার পণ্যের ডিজিটাল মার্কেটিং করতে পারেন। এতে খচের পরিমাণও সামান্য অন্যান্য মার্কেটিং এর খচের তুলনায়।
কিভাবে শিখবেন এসইও
অনলাইনে আয় করার প্রতিটি ধাপই আসলে সহজ, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। একবারে গাছে ওঠার কোন রাস্তা এখানে নেই। এসইও শিখার জন্য আপনাকে যেগুলো জানতে হবে তার একটি লিস্ট এবং আমার ব্লগের লিংকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আশা করি আপনার কাজে লাগবে।
- এসইও কি? এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব -০১
- এসইও কি? এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব -০২ (ব্যাকলিংক)
- এসইও কি? এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব -০৩ (সাইটম্যাপ)
- এসইও কি? এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব -০৪ (কি ওয়ার্ড কি ও কত প্রকার)
- এসইও কি? এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব -০৫ (কি ওয়ার্ড রিসার্চ)
উপরের কনটেন্টগুলো পড়লে আশা করি আপনি এসইও নিয়ে একটা প্রাথমিক ধারনা পেয়ে যাবেন।
সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন আর সার্চ ইঞ্জিন মার্কেটিং মোটেই এক ব্যাপার নয়। এটি এক প্রকারের পেইড মার্কেটিং বলতে পারেন। আপনি গুগলে সার্চ দেবার পর যে রেজাল্টগুলো পেয়ে থাকেন তার কিছু কিছু রেজাল্টের আগে “Ad” শব্দটি দেখে থাকবেন। গুগলের Adword সার্ভিসের মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়ে থাকে বিভিন্ন কি ওয়ার্ডের ভিত্তিতে। আবার বিভিন্ন সাইটে ভিজিট করার সময়ও আপনি নানা ধরনের বিজ্ঞাপন দেখে থাকেন।
প্রাথমিকভাবে আপনার ব্যবসার প্রচারের জন্য আপনি এই সার্ভিস নিতে পারেন। এতে আপনার ওয়েব সাইটে ভিজিটর আনতে পারবেন খুব সহজে। এজন্য অবশ্যই আপনাকে পেমেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রে আপনি পিপিসি (PPC) পে পার ক্লিক অথবা সিপিএম (CPM)- প্রতি হাজার ইম্প্রেশনে খরচ নির্ধারণ করে দিতে পারেন। এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি ডিজিটাল মার্কেটিং এর একটি মাধ্যম। কারণ এতে খরচ খুবই কম কিন্ত আপনি আপনার প্রোডাক্টের ভাল প্রচারনা পাবেন।
সোশ্যাল মেডিয়া মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং এর জন্য এর চেয়ে সহজ এবং সস্তা আর কোন মাধ্যম নেই। আপনার বুদ্ধি থাকলে হয়ত কোন প্রকার খরচ ছাড়াই সোশ্যাল মেডিয়া মার্কেটিং করে নিতে পারবেন। এজন্য আপনার শুধু লাগবে ইউনিক আইডিয়া। কিভাবে করবেন?
প্রথমে আপনি সুন্দর নাম নির্বাচন করুন আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে। এবার সেই নাম দিয়ে একটি ফেসবুক পেইজ খুলুন। এবার আপনার বন্ধু মহলে এই পেইজের প্রচার করুন, তাদেরকে বলুন এই পেইজ শেয়ার দিতে এবং সব পোস্টে লাইক দিতে। এগুলো সবই আপনি করতে পারছেন কোন খরচ ছাড়া।
এভাবে আপনি আপনার পেইজের লাইক সংখ্যা বাড়াতে থাকুন। মনে রাখবেন যারা লাইক দিয়েছে আপনার পেইজে তারাই আপনার কাস্টোমার।আপনার পেইজের লাইক যত বেশি হবে আপনার প্রডাক্ট তত বেশি মানুষের কাছে পৌছাবে।
এছাড়াও আপনি পোষ্ট বুস্ট করে আপনার পণ্যের প্রচার করে নিতে পারেন। বুস্ট করার খরচও খুবই কম।
না জেনে না বুঝে বুস্টিং করলেই হবেনা, আপনার পণ্যের প্রতি যাদের আকর্ষণ থাকতে পারে বুস্ট সেভাবে করতে হবে। যেমন আপনি যদি মেয়েদের জামা-কাপড় বা প্রসাধনী সামগ্রি নিয়ে পেইজ করেন তাহলে বুস্ট করার সময় অবশ্যই এ্যাড সেভাবে সেট করবেন যাতে আপনার বিজ্ঞাপন শুধু মাত্র মেয়েদের কাছেই পৌঁছায়। অর্থাৎ আপনার টার্গেট কাস্টোমার, লোকেশন এগুলো সঠিকভাবে সেটআপ করে নিবেন। তাহলে কম খরচে বেশি কাস্টোমার পেয়ে যাবেন।
আর যদি আপনার কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে সোশ্যাল মেডিয়া আইকন যুক্ত করুন। ওয়েবসাইটের নামে ফেসবুক পেইজ খুলুন। ওয়েবসাইটের আপডেট সোশ্যাল মেডিয়াতে দিন নিয়মিত, এতে আপনার ওয়েবসাইটের ভিজিটর অনেকগুন বেড়ে যাবে আশা করি।
মোবাইল মার্কেটিং
এটি ডিজিটাল মার্কেটিং এর আরেকটি জনপ্রিয় মাধ্যম। মোবাইল আসলে ডিজিটাল মার্কেটিং এ একটা ভাইটাল রোল প্লে করে, কিভাবে? দেখুন এক মোবাইল দিয়ে আপনি কতভাবে মার্কেটিং করতে পারেন-
ভয়েস কল মার্কেটিং
বড় বড় সব কম্পানি আজকাল ভয়েস কলের মাধ্যমে এই মার্কেটিং করে যাচ্ছে। তারা তাদের পণ্য মোবাইল ফোন কলের মাধ্যমে গ্রাহকের কাছে প্রচার করছে। কেও আগ্রহি হলে তার বাসায় সেই পন্যটি পৌছে দিচ্ছে। ইউনিলিভার থেকে শুরু করে নেসলে সবাই এইভাবে ডিরেক্টলি পণ্য বিক্রি করে যাচ্ছে আজকাল।
এসএসএস মার্কেটিং
বাল্ক এসএসএসের মাধ্যমে এই মার্কেটিং করা হয়ে থাকে। আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন লিখে এ বাল্ক এসএমএসের মাধ্যমে সহজেই সাধারন গ্রাহকের কাছে পৌছে দিতে পারবেন। মনে রাখবেন, বাল্ক এসএসএসের খরচ সাধারন খরচের মত নয়। অনেক কম হয়ে থাকে। প্রতি ১৬০ ক্যারেক্টার নিয়ে একটি এসএম এস ধরা হয়ে থাকে।
আইএম মার্কেটিং
হোয়াটস এ্যাপ, ভাইবার, ইমো, ইত্যাদি মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন।
ইমেইল মার্কেটিং
এটিও ডিজিটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় মাধ্যম এবং ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আপনার পণ্যের বিজ্ঞাপন আপনি ইমেইলের মাধ্যমে আপনার কাস্টোমারদের জানাতে পারেন। আপনার কাছে যদি এমেইল এড্রেসের লিস্ট থেকে থাকে তাহলে আপনি নিজেই পাঠাতে পারেন আর যদি না থাকে তাহলে এরকম সার্ভিস প্রোভাইড করে থাকে এমন কাওকে নিযুক্ত করে দিতে পারেন।
তবে আপনি চেস্টা করবেন আপনার গ্রাহকের ইমেইল এড্রেস এর একটি ডাটাবেস তৈরি করতে। তাহলে আর আপনাকে কাওকে পেমেন্ট করতে হবে না। নিজে নিজেই ইমেইল মার্কেটিং করতে পারবেন।
ভাল হয় আপনার ওয়েবসাইটে নিউজলেটার সাবস্ক্রিপশন করার অপশন থাকলে, তাহলে ভিজিটরেরা নিজে থেকেই সাবস্ক্রাইব করে নিবে আর আপনার একটি ডাটাবেস তৈরি হতে থাকবে ধীরে ধীরে।
তারপর আপনি সাপ্তাহিক কিংবা ১৫ দিন পর পর নিউজলেটার পাঠাবেন, নিজে নিজেই। মেইলচিম্প নামের একটি সাইট থেকে আপনি প্রতি মাসে ২০০০ ইমেইল এড্রেসে ১০০০০ ইমেইল পাঠাতে পারবেন একদম ফ্রি তে।
বয়স ভিত্তিক, পেশা ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ইমেইল এড্রেসকে ভাগ করে নিতে পারেন। এতে করে আপনার মার্কেটিং পলিসি সাজাতে সুবিধা হবে।
এফিলিয়েট মার্কেটিং
আপনি কোন পণ্যের এফিলিয়েশন নিয়েও তার মার্কেটিং করতে পারেন। বিভিন্ন বড় বড় কম্পানি তাদের পণ্যের এফিলিয়েশন দিয়ে থাকে, যেমন এমাজন, আলিবাবা সহ ছোট খাট আরও আনেক ই কমার্স সাইট।
এদের এফিলিয়েশন নিয়ে আপনি আপনার সাইটে কিংবা ইমেইল মার্কেটিং করে পণ্য বিক্রয় করে আপনি কমিশন পেতে পারেন। এভাবে সারা বিশ্বের লাখ লাখ মানুষ মাসে হাজার হাজার ডলার আয় করছেন। বিস্তারিত জানুন আমার এই ব্লগে।
ভিডিও মার্কেটিং
আপনার যদি ভিডিও তৈরি বা এডিট করার দক্ষতা থাকে তাহলে খুব সহজেই আপনি এটি করতে পারেন। চমৎকার আকর্ষণীয় ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেল করে আপনি আপনার পণ্যের প্রচারনা করে নিতে পারেন।
এখনাকার সময়ে প্রতিদিন প্রচুর পরিমানে ভিডিও সার্চ হয়ে থাকে। গুগল সার্চের পর ইউটিউব সার্চ দ্বিতীয় অবস্থানে আছে। আপনি আপনার পণ্য কিংবা যে প্রোডাক্টের এফিলিয়েশন করবেন তার উপর ভিডিও তৈরি করে নিন, এটা মার্কেটিং এর একটি চমৎকার কৌশল।
ব্লগ পোস্ট মার্কেটিং
আপনি যদি ভাল আর্টিকেল লিখতে পারেন তাহলে এই মার্কেটিং প্রসেস আপনার জন্যই। আপনি আপনার নিজের ব্লগে কিংবা অন্য ব্লগে গেস্ট রাইটার হিসেবে পণ্যের রিভিউ লিখে পণ্যের প্রচারনা করে নিতে পারেন।
তবে সাধারন আর্টিকেল আর ইন্টারনেটে আর্টিকেল লেখার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি এখানে থেকে জেনে নিন কিভাবে ভাল আর্টিকেল লিখা যায়। আজকাল অনেকেই শুধুমাত্র আর্টিকেল লিখেই জীবন ধারন করছেন। তারমানে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটুকু।
আপনি ইন্টারনেটে একটু ঘটলেই বিভিন্ন ফোরাম, ব্লগ সাইট ইত্যাদি পেয়ে যাবেন। আর যদি নিজেই একটি ব্লগ সাইট বানাতে চান তাহলে নিচের আর্টিকেল গুলো পড়ে নিন।
- ডোমেইন নাম নিরবাচনের আগে জেনে রাখুন।
- আমি কিভাবে ওয়ার্ড প্রেস দিয়ে সাইট তৈরি করলাম।
- আর্টিকেল লেখা নিয়ম- ব্লগ লেখার কলাকৌশল পর্ব -০১
- আর্টিকেল লেখা নিয়ম- ব্লগ লেখার কলাকৌশল পর্ব -০২
অনলাইন এ্যাডভাটাইজিং
অনলাইন এ্যাডভাটাইজিং আর সার্চ ইঞ্জিন মার্কেটিং মূলত একই জিনিস। আপনি আপনার কি ওয়ার্ডের ভিত্তিতে গুগল এ্যাড ওয়ার্ডের সেবার মাধ্যমে এই সেবা নিতে পারেন। বিং কিংবা ইয়াহু থেকেও একই সেবা পাওয়া যায়। টিভি কিং যেকোন প্রিন্ট মিডিয়াতে যে কোন বিজ্ঞাপন প্রচার করতে আপনার অনেক খরচ বহন করতে হয়, কিন্তু অনলাইন এ্যাডভাটাইজিং এ এই খরচ অনেক কম। কম খরচে আপনি আনেক গ্রাহকের দোরগোড়ায় পৌছে যেতে পারবেন।
আশা করি আমার আজকের ব্লগ থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। আপনার যদি আরও কিছু জানার থাকে, নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি আমার সাধ্যমত চেস্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন।