https://ready2reading.com/olavivo/

কথায় আছে, প্রচারেই প্রসার। আপনার ব্যবসার যত প্রচারণা চলবে ততই আপনার ব্যবসার প্রসার ঘটবে। এটাই চিরন্তন সত্য। আগেকার দিনে যেকোন পণ্যের প্রচারণা হত মানুষের মুখে মুখে। যেমনঃ আমরা জানি বগুড়ার দই বাংলাদেশে খুবই বিখ্যাত। একথা কি আপনি কোন বিজ্ঞাপনে দেখেছেন নাকি কোন পত্রিকায় পড়েছেন? না, আপনি কোনটাই নয়। কিন্তু আপনি জানেন বগুড়ার দই বিখ্যাত। এই প্রচারণা হয়েছে মানুষের মুখে মুখে। এখন আপনি বগুড়া বেড়াতে গেলে অবশ্যই বগুড়ার দই খেতে চাইবেন এবং সুযোগ থাকলে সাথে করে নিয়েও আসতে চাইবেন। আধুনিক যুগে প্রচারণা শুরু হয় পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, এরপর টিভিতে বিজ্ঞাপন কখনওবা লিফলেটের মাধ্যমে। আর এখন টেকনোলজির এই যুগে প্রচার-প্রচারণা বা মার্কেটিং হয়ে গেছে ইন্টারনেট ভিত্তিক যার গোড়াপত্তন শুরু হয় ১৯৮৯ সালে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এসে গেছে   Olavivo যা এফিলিয়েট মার্কেটিংকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে।

আপনি নিশ্চই জানেন ইন্টারনেট মানুষকে একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে যার মাধ্যমে যেকোন ইনফরমেশন খুব সহজেই সবার কাছে পৌঁছে দেয়া যায়। আর এফিলিয়েট মার্কেটিং এই প্রক্রিয়ার একটি অংশ। আপনার যদি এফিলিয়েট মার্কেটিং নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমার আজকের লেখাটি অবশ্যই আপনার জন্য আর সাথে এও জানতে পারবেন  Olavivo কিভাবে আপনাকে এই কাজে গতি এনে দেবে।

আপনি যদি অনলাইনে টাকা আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা টপ এফেলিয়েট নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে হবে। যা আপনাকে বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান এবং তাদের সহযোগিদের একটি অভিন্ন প্লাটফর্মে সংযুক্ত করবে। ওলাভিভো এমনই একটি প্লাটফর্ম।

ওলাভিভো কি?

ওলাভিভো একটি এফিলিয়েট নেটওয়ার্ক যা ফিন্যান্স (Finance), ক্রিপ্টো (Crypto), স্বাস্থ্য (Health), বিউটি (Beauty), ট্রাভেল (Travel), ই-কমার্স (e-commerce), সুইপস্টেক এবং লিডজেন (Sweepstakes & Leadgen) ও আনুষংগিক বিভিন্ন প্রকার পণ্য নিয়ে কাজ করে থাকে। যারা অনলাইন ব্যবসার সাথে সম্পৃক্ত তাদের সবাইকে একত্রিত করে ওলাভিভো উভয়ের ব্যবসার গ্রোথ বাড়িয়ে সহযোগিতা করে থাকে। মানে হল, এটি একই সাথে বিজ্ঞাপনদাতা এবং এফিলিয়েট মারকেটার উভয়কে কানেক্ট করে উভয়ের ব্যবসাকে বাড়িয়ে দেয় Olavivo। অনালাইনে টাকা অর্জন করা কখনই এতটা সহজ ছিলনা, কিন্তু Olavivo এটাকে এটাকে সবার জন্য সহজ করে দিয়েছে।

আপনি Olavivo এর সহযোগিতায় ক্যাম্পেইন তৈরি করে আপনার ওয়েবসাইটে হাই কুয়ালিটি ট্রাফিক ড্রাইভ করে নিয়ে আসতে পারবেন। যা আপনার প্রতি মাসের আয়কে বাড়িয়ে দিবে। আর এখানেই Olavivo স্বতন্ত্র।

আপনি যখনই Olavivo তে আপনার লেভেল বাড়িয়ে নেবেন, একটা ডেডিকেটেড টীম আপনার জন্য কাজ করতে শুরু করবে, আপনার একাউন্ট ম্যানেজার নিয়োগ দেয়া হবে যিনি শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। এটা কি ভাবা যায়?

ওলাভিভো কিভাবে কাজ করে?

আপনি কি এফিলিয়েট মার্কেটে নতুন? তাহলে আগে জেনে নিন এফিলিয়েট মার্কেট কিভাবে কাজ করে। সাধারণতঃ কোন ই-কমার্স সাইটে একজন এফিলিয়েট মার্কেটার রেজিস্ট্রেশন করার পর ঐ  ই-কমার্স সাইট তাকে কোন পণ্যের জন্য একটি লিংক দিয়ে থাকে। এরপর এফিলিয়েট মার্কেটার ঐ লিংকটি বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করে থাকেন। ইন্টারনেটে বিচরণকারী কোন ব্যক্তি যদি ঐ লিংকে ক্লিক করে ঐ পন্যটি কিনে ফেলে তাহলে এফিলিয়েট মার্কেটার ঐ পণ্যটি বিক্রয় বাবদ একটি নির্দিষ্ট কমিশন পেয়ে থাকেন ই-কমার্স সাইট থেকে। মোটা দাগে এটাই হল এফিলিয়েট মার্কেটিং। এতে ই-কমার্স সাইট যেমন পণ্য বিক্রয় করতে পারে ঠিক তেমনি এফিলিয়েট মার্কেটার তার কমিশন পেয়ে যায়।

Olavivo এফিলিয়েট মার্কেটিংকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে, এবং পুরো ব্যবসাটি তাদের পেশাদার এবং অভিজ্ঞ টীম দিয়ে পরিচালিত।তারা দুই পক্ষের সাথে সংযোগ স্থাপন করতে স্বচেষ্ট। তারা জানে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় এবং এই সম্পর্ককে মনিটাইজ করতে হয়। আপনি যদি একজন শুধুই ক্রেতা হয়ে থাকেন, কিংবা ব্লগার তাহলে আজই আপনার উচিত এই জয়ি দলের সাথে যুক্ত হয়ে আপনার অনলাইন আয়কে কয়েকগুন বৃদ্ধি করে নেয়া।

সারা বিশ্বে, ১২৫টি দেশের দশ হাজারের বেশি সক্রিয় বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে Olavivo। আপনিও এই নেটওয়ার্কে যুক্ত হতে পারেন।

Olavivo কিভাবে পেমেন্ট দিয়ে থাকে?

সাপ্তাহিক, দ্বিপাক্ষিক, কিংবা মাসিক যেকোন সময়েই আপনি পেমেন্ট নিতে পারেন। আর পেমেন্ট মেথড নিয়ে আপনি চিন্তা করছেন? আপনি যদি Olavivo নেটওয়ার্কের অংশ হয়ে থাকেন আপনার পেমেন্ট নিতে পারবেন বিভিন্ন উপায়ে এমনকি আপনি চাইলে ক্রিপ্টোকারেন্সি দিয়েও আপনি আপনার পেমেন্ট নিতে পারবেন। আর আপনার পে-আউট রেট নিয়েও চিন্তার কিছুই নেই। আপনি পাবেন সর্বচ্চো পে-আউট রেট।

Olavivo নিয়ে আরও জানুন

Olavivo বিজ্ঞাপনদাতাদের যেসব সুবিধা দিয়ে থাকে,

  • বিশ্বজুড়ে হাই কুয়ালিটি ট্রাফিক এনে দেয় Olavivo
  • ডেডিকেটেড একাউন্ট ম্যানেজারের সেবা দেয় Olavivo
  • ১২৫ দেশে দশ হাজারের বেশি সক্রিয় পাবলিশার
  • টার্গেটে কাস্টোমার
  • লিডিং এফিলিয়েট নেটওয়ার্কে যুক্ত করে Olavivo

Olavivo এফিলিয়েট মার্কেটারদের দেয়,

  • রিয়েল টাইম আপডেট
  • নিজস্ব ভাষার একাউন্ট ম্যানেজারের সেবা
  • সর্বচ্চো পে-আউট রেট
  • বিভিন্ন পেমেট অপশন
  • রেফারেল প্রোগ্রামে রিওয়ার্ড
  • সাপ্তাহিক, দ্বিপাক্ষিক, কিংবা মাসিক পেমেনেটের সুবিধা
  • ৩০-৯০ দিনের কুকি ফাইল ডিউরেশন

আপনি যদি Olavivo তে সংযুক্ত হতে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত হবে এর টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জেনে নেয়া। এই লিংকে চলে যান। এখান থেকে আপনি সব টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জেনে নিতে পারবেন। যেকোন নেটওয়ার্কে সংযুক্ত হতে হলে অবশ্যই আপনার সকল টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে জেনে নেয়া উচিত। যেহেতু Olavivo এসব ব্যাপারে খুব নিট এন্ড ক্লিন তাই তার ওয়েবসাইটে সকল টার্মস এন্ড কন্ডিশন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে।

আর যদি আপনি এডভাটাইজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য টার্মস এন্ড কন্ডিশন পাবেন এখানে

তাহলে আপনি কিভাবে Olavivo কে সংযুক্ত করবেন?

আমি ধরে নিচ্ছি আপনি টিক-টক করে অনেক ফলোয়ার তৈরি করেছেন অথবা, আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা আপনার একটা রানিং ব্লগ আছে। এখান থেকে আপনি প্রতিমাসে বেশ ভাল অংকের টাকা ইনকাম করছেন। Olavivo আপনাকে এর সাথে আরও বেশ কিছু টাকা আয়ের সুযোগ করে দিচ্ছে।

আপনি আপনার ইউটিউব ভিডিও বা টিকটকের ভিডিও কিংবা ব্লগে Olavivo লিংক শেয়ার করে দিন। যখনই আপনার দর্শক কিংবা পাঠক আপনার শেয়ার করা লিংকে ক্লিক করবে, আপনি সেখান থেকে কমিশন জেনারেট করতে পারবেন। বুঝতে পারলেন- এটা আপনার মাসিক ইনকামকে কিভাবে বাড়িয়ে দিতে পারে? মানে লাভের উপর লাভ।

যেহেতু Olavivo তার প্রতিটি লিংক সঠিকভাবে পরীক্ষা নিরিক্ষা করে দেখে তাই এতে কোন নিরাপত্তা ঝুঁকি নেই একেবারেই। আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন। তাই আর দেরি না করে আজই Olavivo তে যুক্ত হোন।

কেন Olavivo তে সংযুক্ত হবেন?

পুরো আর্টিকেলটি যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনাকে আর নতুন করে বলার কিছু নেই। তারপরেও আপনাকে বলে রাখি। ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনি ভিউ থেকে টাকা পেয়ে থাকেন কিংবা আপনার ওয়েবসাইট থেকে আপনি ভিজিটর থেকে টাকা পান।

আর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যদি আপনি আপনার Olavivo লিংক শেয়ার করেন আর আপনার দর্শক সেই লিংকে আগ্রহি হয়ে ক্লিক করে প্রতি ক্লিকে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন। এটার জন্য আপনাকে আলাদা কোন পরিশ্রম করতে হবেনা।

একইভাবে আপনার ওয়েবসাইটে আপনি Olavivo লিংক শেয়ার করলেও কোন ভিজিটর আগ্রহি হয়ে ক্লিক করলে আপনি আপনার কমিশন পেয়ে যাচ্ছেন।

পুরো ব্যাপারটি একদমি সিম্পল এবং আপনার কনটেন্টকে মনিটাইজেশনের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে আমি বিশ্বাস করি।

Olavivo সাপোর্ট টিমের সাথে যোগাযোগ

আপনি চাইলে Olavivo সাপোর্ট টীমের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। Olavivo ওয়েবসাইটের কন্টাক্ট আস পেইজে গিয়ে খুব সহজেই আপনার মেসেজ তাদেরকে দিতে পারেন। আপনার মেসেজ পাওয়ার পর তারাই আপনার সাথে যোগাযোগ করবে।

Previous articleকল্পনা চাওলার আকাশে হারিয়ে যাওয়ার গল্প, দায়ী কে?
Next articlePayoneer to bkash transfer টাকা হাতে পাবেন মুহূর্তেই।
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here