Airtel Facebook Pack

 

প্রিয় পাঠক, এই করনাকালে আমরা সবাই সামাজিক দুরত্ব মেনে জীবন-যাপন করছি। তাই বলে কি পরস্পরের সাথে যোগাযোগ বন্ধ থাকবে? মোটেও না। ইন্টারনেট ভিডিও কলিং এর যুগে ঘরে বসে থাকলেও আমরা সবার সাথে ভিডিও কলে যোগাযোগ রেখেই চলেছি। কিন্তু ভিডিও কলে প্রচুর ডাটা খরচ  হয়, তাইনা? এই সমস্যা সমাধান করতে এয়ারটেল নিয়ে এলো Airtel Facebook Pack-  ৩জিবি এফবি মেসেঞ্জার প্যাক। এর মাধ্যমে আপনি মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা পাবেন। আসুন প্যাকের বিস্তারিত জেনে নেওয়া যাক।

একনজরে Airtel Facebook Pack – ৩জিবি এফবি মেসেঞ্জার প্যাক

মূল্য
(টাকা)
ইউএসএসডি কোড অফার মেয়াদ প্রিপেইড পোষ্টপেইড
৩৯.০০ *১২৩*৩৯# ৩ জিবি এফবি মেসেঞ্জার ৪ দিন হ্যা হ্যা

Airtel Facebook Pack- ৩জিবি এফবি মেসেঞ্জার প্যাক এর শর্তাবলী

  • ইন্টারনেট প্যাক ইউএসএসডি কোড *১২৩*৩৯# ডায়াল করে কেনা যাবে।
  • ইন্টারনেট ভলিউম ২জি/৩জি/৪জি সকল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
  • ইন্টারনেট প্যাক চেক করতে ডায়াল করুন *৩#
  • অটো-রিনিউ করা যাবে এই প্যাক।
  • ৩৯ টাকা এফবি মেসেঞ্জার প্যাক দিয়ে চ্যাটিং, ভিডিও কল এবং ছবি পাঠানো যাবে। এর বাইরে কিছু করলে আপনার ব্যালেন্স বা অন্য প্যাকেজ থেকে ডাটা কাটা যাবে আর প্মাযাকেজ না থাকলে পি পি ইউ মেথডে।

সুতরাং আর দেরি কেন? এয়ারটেল গ্রাহকেরা এখনি ৩৯ টাকা দিয়ে এখনি ভিডিও কল শুরু করে দিন। মেতে উঠুন বন্ধুদের সাথে আড্ডায়। এই অফার অপারেটর যতদিন চালু রাখবে ততদিন চলবে। আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, বিস্তারিত জানার জন্য। আরও কিছু জানার থাকলে এয়ারটেলের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

English version of this offer Airtel Facxebook Pack – 3GB FB Messenger Pack

Dear Readers, During this COVID-19 pandemic situation we all are maintaining social distancing in our regular life. But still we can communicate with our friends and family through video calls. But you know mobile data is costly in our country compared to ISP internet. To resolve this issue airtel is offering Airtel Facebook Pack 3 GB FB Messenger pack for their prepaid as well as postpaid users. Here is the details of this pack:

At a Glance Airtel Facxebook Pack – 3GB FB Messenger Pack

Price (Taka) USSD Offer Validity Prepaid PostPaid
39 *123*39# 3GB FB Messenger 4 Days Yes Yes

Terms and Conditions of Airtel Facxebook Pack-3GB FB Messenger Pack

  • Internet pack can be purchased through USSD code dialing *123*39#.
  • Internet volume can be used in 2G/3G/4G network.
  • For internet pack check dial *3#.
  • Internet pack can be purchased with auto recurring.
  • 39TK FB Messenger pack can be used to browse through Messenger (Chatting, Video calling and Photo sharing only). For any other use it will be charged from balance of other pack or PPU system.

So, Why you guys are waiting? Run and grab this offer!! Start video calling with your friends and family now. Here is the link of airtel official page for your reference. if you have any question you can call directly to their customer care.

Previous articleবাংলা প্যালিনড্রোম সমাচার: উল্টো যেথায় ঠিক
Next articleবাল্যবিবাহ- স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রেও হচ্ছে বাল্যবিবাহ
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here