ইদানিং কাজের চাপে আর লেখালেখি করা হয়ে ওঠেনা। কিন্তু কয়েকদিন আগে অনলাইনে কিছু কাজ করা বাবদ আমার ক্লায়েন্ট আমাকে পেমেন্ট দিল Payoneer এ। অল্প কিছু ডলার, মাত্র ২৮ ডলার। তো, আমি ডলার ব্রাক ব্যাংকে ট্রান্সফার দিব কিনা ভাবছিলাম। তখনই আমার মনে হল একটু গুগল সার্চ করে দেখিতো Payoneer থেকে bKash এ ডলার ট্রান্সফার করা যায় কিনা? যেই ভাবা সেই কাজ। সার্চ করে আমি তো অবাক। আরে, Payoneer to bkash transfer করা তো যায়। আমি কেন Payoneer থেকে ব্যাংকে ডলার ট্রান্সফার দিব যেখানে Payoneer to bkash transfer দিয়ে ইন্সট্যান্ট টাকা হাতে পাওয়া যায়। তো, আমি ভাবলাম, আমার রেডিটুরিডিং ব্লগের পাঠকদের সাথে বিষয়টি শেয়ার করি। সেকারনেই, আজকের আমার এই ব্লগ।
Payoneer কি?
যারা অনলাইনে কাজ করেন তারা তো অবশ্যই জানেন Payoneer কি, কিন্তু যারা জানেন না Payoneer কি তাদের জন্য একটু বলে রাখি। Payoneer হল অনলাইনে ডলার আদান-প্রদান করার একটি মাধ্যম ঠিক যেমন Paypal কিংবা Neteller। কিন্তু এদের সাথে Payoneer এর পার্থক্য হল Payoneer বাংলাদেশ সরকার অনুমোদিত কিন্তু Paypal কিংবা Neteller বাংলাদেশ সরকার অনুমোদিত নয়। কিন্তু যারা ফ্রিল্যান্সার তাদের কাছে Payoneer বেশ জনপ্রিয়।
Payoneer থেকে বাংলাদেশের যেকোন ব্যংকে স্বল্পতম সময়ে ডলার ট্রান্সফার করা যায়। এই ধরেন দুই কর্মদিবসেই সম্ভব। এটা সবারই জানা। Payoneer একাউন্টে আপনি ডলার, ইউরো, এবং পাউন্ড এই তিন ধরনের কারেন্সিতে লেনদেন করতে পারবেন।
bkash কি?
bkash কি, এও আবার বলতে হয়? বাংলাদেশের মোবাইল ফিন্যান্সিং এর অন্যতম বড় শেয়ার বল bkash এর। আপনার মোবাইল নাম্বারকে একাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করে bkash কম্পানিতে আপনি একাউন্ট খুলতে পারেন।
bkash এর মাধ্যমে আপনি খুব সহজে বাংলাদেশের যেকারো bkash একাউন্টধারীর কাছে টাকা পাঠাতে পারবেন। যাকে পাঠাবেন সে আবার bkash এজেন্টের কাছে গিয়ে নির্ধারিত ফি দিয়ে টাকাটি ক্যাশ আউট করে নিতে পারে।
উপরের ইনফরমেশন আসলে সবারই জানা, তারপরেও লিখলাম সংক্ষেপে। কনটেন্ট লেখার ধারা বজায় রাখার জন্য। আর কিছুই নয়। আর হ্যা, মনে রাখবেন, bkash একাউন্টে আপনি শুধু বাংলাদেশি টাকায় লেনদেন করতে পারবেন।
বিদেশ থেকে কিভাবে টাকা আসে?
Payoneer to bkash transfer করতে হলে আপনাকে প্রথমে যেটি বুঝতে হবে তা হল আপনার Payoneer একাউন্ট লেনদেন করতে পারে ডলার, ইউরো, এবং পাউন্ড এই তিন ধরনের কারেন্সি। আর bkash একাউন্ট লেনদেন করতে পারে বাংলাদেশি টাকায়। যা আমি আপনাদের আগেই বলেছি।
এর মাঝখানে এক্সচেঞ্জার থাকতে হবে। ফরেন কারেন্সি থেকে বাংলা টাকায় যে আপনাকে এক্সচেঞ্জ করে দেবে। bkash আপনার এই কাজটি করে দিবে দ্রুততার সাথে। এবং তা করে দিবে সাথে সাথেই। সাধারনতঃ Payoneer থেকে কোন ব্যাংকে ডলার পাঠালে সেই টাকা বাংলাদেশ ব্যাংক হয়ে তারপরে আপনার একাউন্টে আসে। যেকারনে ২ দিন সময় লেগে যায়। bkash এই কাজ ডিজিটাল উপায়ে সাথে সাথেই সেরে ফেলে। bkash এর মাধ্যমে ডলার আনলেও সেটি বাংলাদেশ ব্যাংক হয়েই আসে, কিন্তু তা অনলাইনে হওয়াতে সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। সকাল ১০টায় দিলেও আবার রাত ৩টার সময় দিলেও।
Payoneer to bkash transfer কিভাবে?
ধরেই নিচ্ছি আপনার Payoneer এবং bkash দুইটি একাউন্টই রয়েছে। কিভাবে bkash কিংবা Payoneer একাউন্ট খুলতে হয় তা লিখে আর অযথা সময় নষ্ট করছিনা। তবে এটুকু বলে রাখি Payoneer এবং bkash একাউন্ট খোলার জন্য আপনার কারও কাছে যাবার দরকার নেই। আপনি ঘরে বসেই Payoneer এবং bkash একাউন্ট খুলতে পারবেন আপনার যদি স্মার্টফোন থাকে।
একাউন্ট খোলার পরে আপনি অবশ্যই ভেরিফাই করে নিতে ভুলবেন না। আর কখনই অন্যের এনআইডি দিয়ে একাউন্ট খুলে নিজে একাউন্ট চালাবেন না। আপনার নিজের একাউন্ট নিজের কাগজ-পত্র দিয়ে খুলবেন। তাহলে ভবিষ্যতে কোন ঝামেলা হলে নিজের সমস্যা নিজেই সমাধান করে নিতে পারবেন।
Payoneer to bkash transfer করার নিয়ম
আপনার মোবাইলের bkash এ্যাপে চলে যান আর আপনার Payoneer একাউন্টটিকে bkash একাউন্টের সাথে লিংক করে ফেলুন। কিভাবে?
- আপনার পিন কোড ব্যবহার করে bkash এ্যাপে ঢুকুন। (আপনার পিন কোড কোনভাবেই কারও সাথে শেয়ার করবেন না)
- bkash এ্যাপের হোম পেইজে “আরো দেখুন” বাটনে চাপুন এবং রেমিটেন্স আইকনে ক্লিক করুন।
- এরপর পেওনিয়ার সিলেক্ট করুন।
- Payoneer একাউন্টটিকে bkash একাউন্টের সাথে লিংক করে ফেলুন।
- এজন্য আপনাকে আপনার Payoneer একাউন্টের আইডি (ইমেইল এড্রেস) এবং পাসওয়ার্ড দিতে হবে।
আপনার একাউন্টের আইডি (ইমেইল এড্রেস) এবং পাসওয়ার্ড ঠিক থাকলে আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।এবার মোবাইলের মেসেজে গিয়ে ওটিপি (OTP) দেখে ওটিপি (OTP)টি নির্ধারিত জায়গাতে বসিয়ে ওকে চাপুন।
মনে রাখবেন,
- আপনার Payoneer একাউন্টে দেয়া মোবাইল নাম্বার এবং bkash এর মোবাইল নাম্বার একই হতে হবে।
- আপনার Payoneer একাউন্টে দেয়া নাম এবং bkash এর একাউন্ট এর নাম একই হতে হবে। তা নাহলে দুইটি একাউন্ট লিংক হবেনা।
মাঝখানে হয়ত, আপনার কাছে ইমেজ ক্যাপচা ফিলাপ করে দিয়ে I am not a robot এ ক্লিক করতে হতে পারে। করতে হলে কাজটি সেরে ফেলুন।
আশা করি আপনি আপনার Payoneer এবং bkash একাউন্ট লিংক করে ফেলেছেন। Payoneer এবং bkash একাউন্ট লিংক হবার সাথে সাথেই আপনি আপনার bkash একাউন্টে আপনার Payoneer একাউন্টের ব্যলেন্স দেখতে পাবেন যা আপনি ব্যালেন্স ট্রান্সফার করে বাংলা টাকায় Payoneer থেকে bkash এ নিয়ে আসতে পারবেন। আপনি এখন Payoneer to bkash transfer করা শিখে গেলেন।
Payoneer to bkash transfer কেন করবেন?
Payoneer to bkash transfer করা শিখে গেলেন তো? কেন Payoneer to bkash transfer করবেন আর কেন করবেন না এটা নিয়ে আমাকে আলোচনা করতেই হচ্ছে। কারন যেহেতু আমি প্রসেসটা আপনাকে শিখালাম এর সুবিধা অসুবিধা দুইটাই আপনাকে বলব। এটা আসলে আমার দায়িত্ব। একটা ভাল কনটেন্ট এ এটা অবশ্যই থাকা উচিত।
এবার আসুন জেনে নেই Payoneer to bkash transfer কেন করবেন?
- আপনি বৈধ উপায়ে রেমিটেন্স আনছেন। দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। এটা প্রথম কথা।
- সাথে সাথে টাকা পেয়ে যাচ্ছেন। আপনার আর্জেন্ট টাকা দরকার, তাই Payoneer to bkash transfer করবেন।
- বাংলাদেশ সরকার আপনাকে ২.৫% প্রনোদোনা দিচ্ছে এভাবে ডলার দেশে আনলে।
- bkash এর টাকা আপনি ক্যাশ আউট না করে কোন কিছু কেনার কাজে ব্যবহার করলে আপনার কোন ক্যাশ আউট চার্জ লাগবেনা।
- Payoneer ২% চার্জ কেটে রাখবে।
Payoneer to bkash transfer কেন করবেন না?
Payoneer to bkash transfer করা শিখে গেলেন তো, কি হয়েছে? জানলেই আপনাকে সেটা করতে হবে এমন তো কোথাও লেখা নেই। আপনাকে লাভ-লস বুঝে কাজ করতে হবে, তাই না?
এবার আসুন জেনে নেই Payoneer to bkash transfer কেন করবেন না?
- Payoneer টু ব্যাংক transfer করলেও আপনি বৈধ উপায়ে রেমিটেন্স আনছেন। দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।
- দুইদিন হয়ত সময় লাগবে কিন্তু bkash থেকে ক্যাশ আউট করার জন্য হাজারে ১৮ টাকা তো লাগছেনা।
- বাংলাদেশ সরকার আপনাকে ২.৫% প্রনোদোনা দিচ্ছে Payoneer টু ব্যাংক transfer করলেও। হুদাই কেন bkash কে হাজারে ১৮ টাকা দিবেন। কোথায় যেন শুনেছিলাম ৪% দেয় ফ্রিল্যান্সারদের।
- Additional fees such as bank processing fees, landing fees, or other intermediary fees may be charged by your bank, a correspondent bank, or other third-party provider involved in the transaction.
সুতরাং, Payoneer to bkash transfer করা সম্ভব হলেও আপনি আপনার সিদ্ধান্ত নিবেন আপনার প্রয়োজন বুঝে। টাকা আর্জেন্ট দরকার হলে Payoneer to bkash transfer করবেন আর যদি আর্জেন্ট না হয় তাহলে Payoneer to bank transfer করবেন। ব্যাপার হল এটাই।
Payoneer to bkash transfer লিমিট
আপনি তো চাইলে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবেন না। এরও একটা লিমিট আছে। আসেন, এর লিমিট জেনে নেয়া যাক।
লেনদেনের লিমিট | ||||||
লেনদেনেরর ধরন | সর্বচ্চো লেনদেন | প্রতি লেনদেনে | সর্বচ্চো পরিমাণ | |||
দিনে | মাসে | সর্বনিম্ন (BDT) | সর্বচ্চো (BDT) | প্রতিদিন (BDT) | প্রতি মাসে BDT | |
পেওনিয়ার
(International Remittance) |
১০ | ৫০ | ১,০০০ | ১,২৫,০০০ | ১,২৫,০০০ | ৪,৫০,০০০ |
আশা করি, আমার আজকের লেখাটি Payoneer to bkash transfer নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের জবাব দিতে সক্ষম। এরপরেও যদি আপনার যদি কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।