বাংলা ব্লগ লিখে আয় করুন

সবাইকে আমাদের সবার প্রিয় ব্লগ রেডিটুরিডিং.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলা ব্লগ লিখে আয় করুন আজ থেকে, এখনই। আবারও এই সুযোগ দিচ্ছি আমরা, আপনার জন্যই।  আগামী কোরবানি ঈদ পর্যন্ত এই সুযোগ থাকছে, তাই আর দেরি না করে লিখতে বসে যান।

আর আপনার যদি লেখার অভ্যাস না থাকে তাহলে নিচের আটিকেল দুটো পড়ে নিন। জেনে নিন কিভাবে ভাল আর্টিকেল লিখতে হয়। মনে রাখবেন কেও জন্ম থেকে কিছু শিখে আসে না, ধীরে ধীরে শিখে নেয়।

আর্টিকেল লেখার নিয়ম- ব্লগ লেখার কলাকৌশল পর্ব-০১

আর্টিকেল লেখার নিয়ম- ব্লগ লেখার কলাকৌশল পর্ব-০২

ব্লগ লেখার নিয়মাবলি

১. আপনার লিখিত ব্লগটি নুন্যতম ৫০০+ শব্দের হতে হবে। এর চেয়ে বেশি হলেও সমস্যা নেই।

২. আপনার ব্লগটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হওয়া যাবেনা। লিখুন এর বাইরে যেমন- ইতিহাস, বর্তমান বিশ্ব, খেলাধুলা কিংবা রম্য রচনা। অথবা আপনি যে বিষয়ে অভিজ্ঞ তাই লিখুন। নির্দিষ্ট কোন গণ্ডি নেই।

৩. আপনার লেখা ব্লগটি ইতিপূর্বে অন্যকোন অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হওয়া যাবে না। আপনার লেখা অনলাইনে ইতিপূর্বে অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত হয়েছে কিনা তা খুব সহজেই বের করা যায়, তাই মৌলিক লেখা দিন। এবং ভবিষ্যতেও কোথাও প্রকাশ করা যাবেনা। আপনার এই লেখা শুধুমাত্র রেডিটুরিডিং ব্লগেই থাকবে।

৪. যেকোন লেখা যদিও এডমিনের এপ্রোভাল সাপেক্ষে পাবলিশ করা হয়, তারপরেও লেখার সকল প্রকার দায়-দায়িত্ব লেখকের। যে কোন লেখার কারনে যদি কোন অনভিপ্রেত ঘটনা ঘটেই যায়, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করলে লেখা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হবে।

৫. আপনি চাইলে সরাসরি লেখা প্রকাশ করতে পারেন এখান থেকে। সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং ইতিপূর্বে ৫টি এপ্রোভড পোস্ট থাকতে হবে।

৬. কোন ছবি ব্যবহার করতে চাইলে তা এমন কোন সাইট থেকে নেয়া যাবেনা যেটা কপিরাইট করা। www.canva.com কিংবা এরকম অন্যকোন সাইট থেকে নেয়া যাবে। ছবির সাইজ ৬৪০X৩৬০ পিক্সেল হতে হবে।

৭. আপনি লিখা জমা দেবার পর প্রয়োজনীয় লিংক যোগ করা কিংবা সামান্য এডিটিং আমরা করতে পারি, এতে আপনার অনুমতি নেবার প্রয়োজন নেই বা আপনি অনুমতি দিয়েছেন বলে ধরে নেয়া হবে।।

৮. যেকোন যোগাযোগের জন্য  এই লিংক ব্যবহার করুন।

৯. লেখা প্রকাশের জন্য সম্মানী দেয়া হবে, ৫০০+ শব্দের লেখা ১০০.০০ টাকা আর ১০০০+ শব্দের লেখার জন্য ২০০.০০ টাকা।

১০. ব্লগে কিছু বিজ্ঞাপন/লিংক থাকতে পারে যা এডমিন দ্বারা পরিচালিত, যারা লেখক তাদের সাথে এই বিজ্ঞাপনের কোন সম্পর্ক নাই।

১১. লেখার স্বত্ত আপনার কিন্তু একবার আমাদের ব্লগে প্রকাশিত হবার পর আপনি চাইলেও এই লেখা আর মুছে ফেলতে পারবেন না।

১২. লেখা যুতসই না হলে কিংবা পছন্দ না হলে এডমিন লেখা এপ্রোভ না করে ফিরিয়ে দিতে পারবে।

১৩. নিয়মের নতুন কোন পরিবর্তন করা হলে এখানে জানানো হবে।

১৪. অনেক ক্ষেত্রেই আপনার লেখা প্রকাশ হতে ৭-১০ দিন লাগতে পারে, কেননা অনেকেই লেখা জমা দিয়ে রাখেন। পর্যায়ক্রমে প্রকাশ করা হবে লেখা।

তাই আর দেরি নয়, বাংলা ব্লগ লিখে আয় করুন এখান থেকে, আর পেমেন্ট পেয়ে যান বিকাশে।

Previous articleফরেক্স ট্রেডিং এ সফলতার উপায়
Next articleBest Gaming Phone Asus ROG 5 বাজারের সেরা গেমিং ফোন
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here