হাত দিয়ে ভি চিহ্ন

আপনি কি আপনার হাত দিয়ে মনের ভাব প্রকাশ করতে জানেন? আপনি কি এটা জানেন, কথা বলার সময় হাতের ব্যবহার আপনার কথার আবেদনকে ৬০% বাড়িয়ে দেয়। তাছাড়া কথা না বলেও শুধু হাতের ব্যাবহার করে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন যার মূল্য মুখের কথার চেয়ে কোন অংশে কম নয়। আর হাত দিয়ে ভি চিহ্ন তৈরি করলে তার অর্থ কি বুঝায়? আসুন জেনে নেই।

প্রিয় পাঠক, রেডিটুরিডিং ব্লগে আপনাকে স্বাগতম। হাত দিয়ে ভি চিহ্ন তৈরি করলে তার অর্থ জানতে পড়তে থাকুন।

যারা না পড়ে ভিডিও দেখে জেনে নিতে চান তারা ভিডিও দেখে জেনে নিন।

হাতের বিভিন্ন রকম প্যাটার্ন বা অঙ্গভঙ্গি বা চিহ্ন ব্যবহার করে আপনি চাইলে আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন যা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এইসব অঙ্গভঙ্গি বা চিহ্নের ভুল ব্যবহার অনেক সময়  হিতে বিপরীত হতে পারে। এমনই একটি হাতের জেসচার বা হাতের চিহ্ন নিয়ে আমাদের আজকের এই ভিডিও। দেরি না করে আসুন শুরু করা যাক।

ভি সাইন হল হাতের  এমন একটি অঙ্গভঙ্গি বা জেসচার যেখানে তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে একটি ইংরেজি ভি বর্ণের আকৃতি তৈরি করা হয় এবং হাতের অন্যান্য আঙ্গুলগুলো হাতের তালুর উপর ভাজ করে রাখা হয়। পরিস্থিতি এবং কিভাবে এটি দেখানো হচ্ছে তার উপর ভিত্তি করে  এর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। চলুন শিখে নেয়া যাক। যাতে ভুল বশত আমরা ভুল ভাবে উপস্থাপন না করে ফেলি।

যখন হাতের তালুর দিকটা ভি সাইন যিনি দেখাচ্ছেন তার বিপরীত দিকে থাকে মানে হল আপনি যদি আপনার হাতের তালুর দিকটা দর্শকের দিকে দেখান তাহলে এটা দিয়ে ভি ফর ভিক্টোরি বা বিজয় বুঝায়। ১৯৪১ সালের জানুয়ারীতে দ্বিতীয় বিশ্বযিদ্ধের মিত্রদের প্রচারনার অংশ হিসেবে এটি চালু করা হয়েছিল।

কিভাবে এল হাত দিয়ে ভি চিহ্ন বা সাইন? ধারণা করা হয় ১৪১৫ সালের দিকে হান্ড্রেড ইয়ার্স ওয়ার চলাকালে ইংরেজ সৈনিকেরা ফরাসিদের হাতে বন্দি হলে ফরাসিরা ইংরেজ সৈনিকদের তর্জনী ও মধ্যম আঙ্গগুল কেটে দিত, যাতে তারা আর ধনুক চালাতে না পারে। কারণ তীর-ধনুক চালাতে এই দুই আঙ্গুলের ব্যবহার অবশ্যই দরকার। বিজয়ী তীরন্দাজরা তাই এই দুই আঙ্গুল প্রদর্শন করত ফরাসিদের উদ্দ্যেশে, যদিও ইতিহাসের কোথাও এই ঘটনার লিখিত প্রমান নেই।

এই একই হাত দিয়ে ভি চিহ্ন যখন আপনি একটু ভিন্নভাবে উপস্থাপন করবেন এর অর্থ হয়ে যায় সম্পূর্ণ আলাদা। সেটা কেমন- বলছি। যখন এই চিহ্ন প্রদানকারী তার হাতের তালু নিজের দিকে রেখে কাওকে দেখান তার অর্থ হয় অপমানজনক বা ইন্সাল্টিং। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইউকে তে এর ব্যবহার বেশি দেখা যায়।

এবার আসুন বাস্তব ক্ষেত্রে হাত দিয়ে ভি চিহ্ন এর কিছু প্রমান দেখে নেয়া যাকঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্ত্রাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল ইতিহাসে সবচেয়ে বেশি ভি চিহ্ন ব্যবহার করেছেন। মজার ব্যাপার হল প্রথম প্রথম চার্চিল নিজেও জানতেননা ভি চিহ্নের দ্বৈত ব্যবহার। তাই প্রথম প্রথম উল্টো ভি সাইন দেখালেও পরে তিনি তা শুধরে নিয়েছেন।

আমাদের এশিয়া মহাদেশেও কিন্তু হাত দিয়ে ভি চিহ্ন এর ব্যবহার কম নয়। এশিয়া সাবকন্টিনেন্টের রাজনৈতিক নেতারাও নির্বাচনে জয় লাভ করার পর ভি চিহ্ন দেখিয়ে জনগণকে বিজয়ের বার্তা দিয়ে থাকেন।

বাংলাদেশে উল্টো ভি চিহ্নের ব্যবহার দেখেছেন কি? এইত কয়েক বছর আগে। যুদ্ধাপরাধীদের বিচারে কাদের মোল্লার রায় ঘোষণার পর তার স্ত্রী সানোয়ারা জাহান গাড়িতে বসে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে উল্টো ভি সাইন দেখিয়েছেন। যার অর্থ রায়ের প্রতি তার অসন্তোষ বা তার রাগের বহিঃপ্রকাশ।

এছড়াও আমরা ছবি তোলার সময় এক হাত কিংবা দুই হাতে ভি চিহ্ন দেখিয়ে থাকি যার দ্বারা আনন্দ প্রকাশ করা বুঝান হয়। হাত দিয়ে ভি চিহ্ন আমরা প্রায়ই করে থাকি।

আশা করি আমাদের আজকের এই ব্লগটি আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Previous articleফরেক্স ট্রেডিং কিভাবে করে
Next articleবান্দরবান ট্যুর গাইড- কম খরচে সম্পূর্ণ ভ্রমণ গাইড
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।