আপনি দেরিতে ঘুম থেকে অভ্যস্ত। প্রতিদিন রাতে ঘুমানোর সময় ভাবছেন কাল ভোর ছয়টায় উঠব, ভোরের আকাশটা দেখব কিন্তু ঘুম ভাঙছে না। এই করতে করতে একদিন ঠিক উঠে গেলেন- জামা জুতো পরে বেড়িয়ে গেলেন। সেদিন আপনার মনটাই অন্যরকম। আপনি সফল হয়েছেন, সফলতার স্বাদ পেয়ে গেছেন। এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সফলতার সমষ্টিই আপনার জীবনকে পৌঁছে দিতে পারে সফলতার দ্বার প্রান্তে। আজ আমি আলোচনা করব ব্যবসায় সফল হবার উপায় নিয়ে।
সফলতা কাওকে এমনিতেই ধরা দেয়না, সফলতাকে ছিনিয়ে আনতে হয়। ঠিক আপনার ভোরের আকাশ দেখার মতই। ব্যবসায় সফলতাকে ছিনিয়ে আনতে হলে কি কি করা যেতে পারে একবার দেখে নেই।
- সফল ব্যক্তিদের জীবনি পড়ুন। তাদেরকে জানুন। তারা বার বার ব্যর্থ হবার পরও ঠিক কিভাবে ঘুরে দাড়িয়েছেন। জেফ বেজোসের জীবনি পড়ুন এখানে।
- ভালো লাগার বিষয়টিকেই আপনার ব্যবসা হিসেবে নির্বাচন করুন। এতে ক্লান্তি কম আসবে।
- লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য অর্জন করতে পারলে নিজেই নিজেকে পুরস্কৃত করুন, বাহবা দিন।
- ঝুকি নিন, কিন্তু এক্সিট প্লান রাখুন। প্লান এ কাজ না করলে প্লান বি আগে থেকেই তৈরি করে রাখুন।
- সততা বজায় রাখুন, কখনই অসৎ পথের কথা চিন্তায় আনবেন না।
- আপনার প্রডাক্ট থাকলে তার মান নিশ্চিত করুন। কুয়ালিটির ব্যাপারে কোন ছাড় নয়-এই মানসিকতা তৈরি করুন।
- পরিশ্রম করুন সাধ্যমত। মনে রাখবেন অলস ব্যক্তি ট্যালেন্টেড হয়েও কোন ফায়দা নেই- সফলতা তার কাছেও ঘেষবে না।
- পড়াশোনা করুন, বই পড়ুন। যুগের সাথে আপডেট থাকুন, নতুনকে আপন করে নিন- এভয়েড করবেন না।
- নেটওয়ার্ক তৈরি করুন। যোগাযোগ রাখুন সবার সাথে। ভালো নেটওয়ার্ক আপনার ব্যবসার সফলতার একটা বড় নিয়ামক হতে পারে।
- ক্রিয়েটিভিটি দেখান, মানুষ সব সময় নতুন নতুন প্রডাক্ট চায়, তাই ব্যতিক্রমি হোন।
- মার্কেটিং এ জোর দিন। মানুষের দোর গোড়ায় পৌছে যান।
- সময় পেলেই দেশ ভ্রমন করুন। নতুন নতুন আইডিয়া পাবেন।
- সময়কে মূল্য দিন। সময়ের কাজ সময়ে করুন।
- কাওকে কথা দিলে কথা রাখুন। এতে আপনার সুনাম যেমন বাড়বে, আপনার ব্যবসাও বাড়বে।
- সর্বোপরি আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে যেকোন কাজে সফল হবার জন্য।
আগেই বলেছি, সফলতা সবাই চায় কিন্তু সবাই পায়না, কারণ একে চাইলেই পাওয়া যায় না, ছিনিয়ে আনতে হয়। সফলতার ক্ষুধা আপনার থাকলে আপনি পারবেন, ব্যবসায় সফল হওয়ার উপায় আপনি নিজেই বের করে নিতে।
তারপরেও এই ব্লগটি লেখা আপনাকে অনুপ্রাণিত করার জন্য। আর হ্যা লেখাটি এখান থেকে অনুলিখিত।
ধন্যবাদ সবাইকে।