বাংলা ব্লগিং সাইট

বিশ্বের সাথে যখন পাল্লা দিয়ে বেড়ে চলছে বাংলা ভাষার ওয়েবসাইট! তখন সেরা বাংলা ব্লগিং সাইট সম্পর্কে না জানলেই নয়। তাই ২০ টি সেরা বাংলা ব্লগিং সাইট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।

আজকের লেখায় যা থাকছে

একটা সময় ছিল যখন ইন্টারনেটে বাংলা ভাষায় তেমন একটা কন্টেন্ট ছিল না। এটা কয়েক বছর আগেরই ঘটনা। কিন্তু এখন? কে বলবে আমরা বিদেশী ভাষার থেকে পিছিয়ে আছি? সেই দিন পুরোটাই বদলে গিয়েছে। এখন ইন্টারনেট জগতেবাংলা ভাষা অনেক সমৃদ্ধ।

আর যখন থেকে ওয়ার্ডপ্রেস আর ব্লগস্পটের সাথে মানুষের পরিচিতি ঘটেছে, ব্লগিং হয়ে গেছে অনেক বেশি জনপ্রিয়।  গুগল থেকে আয় করার সবচেয়ে প্রসিদ্ধ মাধ্যম এখন ব্লগিং। এই ব্লগিংকে পুঁজি করেই হাজার হাজার তরুন ফ্রিল্যান্স রাইটারের জন্ম হয়েছে।

ব্লগের আভিধানিক অর্থ “ভার্চুয়াল ডায়েরী” হলেও এর ভাবার্থ ব্যপক। নিজের জ্ঞান, গবেষণা, গুরুত্বপূর্ণ তথ্য, খবর, বিনোদন এই সব কিছু ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব ছড়িয়ে দেয়াই তো ব্লগিং এর উদ্দেশ্য।

যদি এ সকল তথ্য পাঠকের কাছে পৌঁছে যায় তার নিজ ভাষায়! সেই সময় পার হয়ে গেছে যখন, বাংলা ভাষাভাষীর মানুষকে স্বল্প সংখ্যক বাংলা ব্লগ আর সব ইংরেজি ব্লগের ওপরেই নির্ভর করতে হত৷ এখন আমাদের নিজ ভাষায় আমরা পাচ্ছি হাজারো ব্লগ। তবে তার মধ্যে সব সাইট যে কোয়ালিটি মেইনটেইন করতে সক্ষম হয়েছে তা নয়। তাই আপনাদেরকে সেরা বাংলা ব্লগিং সাইটের খোঁজ দিতেই আমাদের আজকের আলোচনা। আমাদের সাথে জেনে নিন ২০ টি সেরা বাংলা ব্লগিং সাইট সম্পর্কে।

বাংলা ব্লগ নিয়ে আলোচনার ভিডিও দেখুন নিচের ভিডিওতে।

২০ টি সেরা বাংলা ব্লগিং সাইট

বাংলা ভাষায় এখন প্রচুর ব্লগ রয়েছে। অনলাইনে  প্রযুক্তি, বিজ্ঞান,  শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে ধর্মীয় বার্তা,  সাহিত্য, বিনোদন সহ প্রায় সব বিষয়েই ব্লগিং করে দেশীয় ব্লগাররা।  যে যেটায় পারদর্শী,  সেটা ব্লগের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী।

আমরা এসকল ব্লগের মধ্য থেকে ২০ টি সেরা বাংলা ব্লগিং সাইট এর তালিকা তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে বাংলা ব্লগিং সাইট  গুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখা হল। যাতে আপনি খুব সহজেই খুঁজে নিতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্য ভান্ডার।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ব্লগিং সাইট

বিজ্ঞানের পরিধি যত বৃদ্ধি পাচ্ছে, মানবজাতি তত  প্রযুক্তি নির্ভর হচ্ছে।  আর বিজ্ঞানের এই  ক্রমবর্ধমান অগ্রগতির ভারসাম্য রক্ষার্থে প্রযুক্তির  ওপর মানুষের পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রয়োজন।  আর বাংলা ভাষায় শতশত প্রযুক্তি ব্লগিং সাইট আমাদের জন্য বিজ্ঞান কে জানা ও প্রযুক্তিকে কাজে লাগানোকে  আরো সহজ করেছে। এমনই কিছু জনপ্রিয় ও ইনফরমেটিভ প্রযুক্তি ব্লগিং সাইট হল-

১.  টিউনার পেজ

টিউনার পেজ, বাংলাদেশের একটি অনলাইন প্রযুক্তি ব্লগ।  যা আধুনিক  প্রযুক্তি এবং স্টার্টআপ কোম্পানিকে কেন্দ্র করে তৈরি। এটি টিউনারপেজের অংশীদারদের দ্বারা  প্রতিষ্ঠিত হয়েছিল। টিউনারপেজ তার অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ই-লার্ন টিউনারপেজের জন্যও বেশ পরিচিত। মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্য নিয়েই তৈরি টিউনার পেজ সাইট টি। এক নজরে টিউনার পেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

  • এটি প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে ফেব্রুয়ারিতে
  • এর Global Alexa Rank – 269,176
  • দেশীয় Rank – 1,227
  • ই-লার্নিং, ফ্রিল্যান্সিং, টেকনোলজি ট্রিকস,বিজ্ঞান, গ্যাজেট এসব নিয়েই মূলত কাজ করে  tunerpage.com

২. বিজ্ঞান চিন্তা

বিজ্ঞানের জানা – অজানা  তথ্য নিয়ে তৈরি এই সাইট টি।  প্রতিনিয়ত নতুন নতুন টপিক নিয়ে ব্লগ পাবলিশ হয় এখানে। পদার্থ, জীববিজ্ঞান,  বিজ্ঞানীদের জীবনী,  আর আশ্চর্য সব বৈজ্ঞানিক গবেষণা ও ঘটনা দিয়ে সাজানো হয়েছে এই ব্লগিং সাইট। আপনি যদি একজন বিজ্ঞান প্রিয় মানুষ হয়ে থাকেন, আর নিত্যনতুন বৈজ্ঞানিক তথ্য জানার ঝোঁক থাকে।  তাহলে এই সাইটটিতে আপনি পাবেন আপনার মনের মত সব ব্লগ। এছাড়াও এই সাইটে আছে-

  • বিজ্ঞান কল্প-গল্প
  • বিজ্ঞান রম্য-রচনা
  • বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইভেন্ট
  • বৈজ্ঞানিক কুইজ, প্রতিযোগিতা ইত্যাদি।

মূলত বিজ্ঞানকে জানার জন্য আগ্রহী পাঠকদের মন মাতিয়ে রাখার সব আয়োজন ই আছে bigganchinta.com এ।

৩. টেক টিউনস

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেকনোলজি  ব্লগিং সাইট হল  techtunes.io ।  এই সাইটটি প্রযুক্তি ব্লগ, ফ্রিল্যান্সিং,  গ্যাজেট টিপস, রিভিউ নিয়ে কাজ করে। কিন্তু এই সাইটের একটি উল্লেখযোগ্য অংশই হল অনলাইন ইনকাম। হ্যাঁ, অনলাইনে লেখালেখি করে যারা ইনকাম করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে টেক টিউনস এ।  এই সাইটে লেখালেখি করে বাড়িয়ে নিতে পারেন নিজের পরিচিতি। এর জন্য  শুধু প্রয়োজন হবে – এখানে একটি একাউন্ট।  আর আর্টিকেল মানসম্মত হলে ব্যবস্থা আছে লেখক ব্যজ আর ভাল ইনকামের।

 তাছাড়া টেক টিউনস সোশ্যাল সাইট হিসেবেও নিজেদেরকে গড়ে তুলছে। এর জনপ্রিয়তা এখন অনেক বেশি। টেক টিউনসের সবচেয়ে প্রশংসনীয় বিষয় হল-

  • এই সাইটে আছে প্রচুর অর্গানিক ট্রাফিক
  • মাসে প্রায় ১০৬,৭৮৮ এর অধিক ভিজিটর
  • অনলাইনে বিশ্বস্ততার সাথে আয় করার সূযোগ

৪. বিস্ময় ডট কম

bissoy.com কে বলা যেতে পারে একটি অনলাইন তথ্য ভান্ডার। আমাদের প্রায়শই এমন সব তথ্যেরর দরকার পরে, যা সচরাচর কোথাও খুঁজে পাওয়া যায় না। কিংবা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।  আমাদের এই হয়রানিকে অনেকটা কমিয়ে আনতে বিস্ময় ডট কম ব্লগিং সাইট টি তৈরি।  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যত প্রশ্ন আছে জেনে নিতে পারেন এই সাইট টি থেকে। এর জন্য প্রয়োজন পড়বে এই সাইটে একটি একাউন্টের।

একাউন্ট  খুলে আপনার অজানা তথ্য গুলো জেনে নিতে পারেন মুহুর্তের মধ্যে।  এই সাইটের আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য হল-

  • এখানে মুক্তমনা লেখকদের জন্য রয়েছে লেখালেখির সূযোগ
  • আর লেখালেখি করে পাওয়া যায় আকর্ষণীয় পুরস্কার
  • সকল রকম প্রশ্নোত্তরের সূযোগ
  • তাছাড়াও এই সাইটের আছে প্রায় ৪৩,৭৫৪ মাসিক ভিজিটরস

৫. ট্রিক বিডি

trickbd.com বাংলাদেশের সেরা ব্লগিং সাইটের মধ্যে একটি।  অন্যান্য সাইটের তুলনায় এই সাইটের জনপ্রিয়তা, ভিজিটরস, গ্লোবাল  ranking অনেকটাই এগিয়ে। এইজন্য কোয়ালিটি সম্পন্ন প্রযুক্তি সাইটের নাম বলতে গেলে ট্রিক বিডি ডট কমের নাম আসবেই। এই সাইট টি মূলত কাজ করছে এন্ড্রয়েড এপস, ট্রিকস, টিপস, রিভিউ,ওয়ার্ডপ্রেস, ব্লগিং, বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল সহ আরো মজাদার বিষয় নিয়ে। যার কারনে এরা  এখন পর্যন্ত  অনেক বেশি ট্রাফিক ধরে রাখতে সক্ষম হয়েছে।  এই সাইটের খুবই স্পেশাল কিছু  দিক হচ্ছে –

  • এই সাইট টিতে এখন পর্যন্ত  প্রায় পনের হাজারের অধিক আর্টিকেল পাবলিশ হয়েছে
  • বাংলাদেশী  ব্লগিং সাইটের মধ্যে ২৪৬ নাম্বার  rank এ রয়েছে।
  • প্রযুক্তি ব্লগিং সাইট গুলোর মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে।

শিক্ষা ও ক্যারিয়ার ব্লগিং সাইট

শিক্ষাই যখন জাতির মেরুদণ্ড তখন শিক্ষাকে আরো সহজ করে সবার কাছে পৌঁছে দেওয়াই শ্রেয়। একাডেমিক বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম জ্ঞান অর্জনের জন্য বাংলাদেশেও রয়েছে বেশ কিছু মানসম্মত শিক্ষা ব্লগ। তার মধ্যে উল্লেখযোগ্য হল-

৬. টেন মিনিট স্কুল ব্লগ

টেন মিনিট স্কুলের নাম শুনেন নি এমন কোনো ছাত্র আছে কি? থাকলেও সংখ্যাটা নিতান্তই ক্ষুদ্র।  টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, এই প্রতিষ্ঠান কে নিয়ে গেছে অন্য উচ্চতায়৷ আর অনলাইনে ডিজিটাল শিক্ষা সেবা প্রদানের উদ্দেশ্যই খোলা হয়েছে টেন মিনিট স্কুল ব্লগ। এখানে ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম চাকরি প্রস্তুতি পর্যন্ত সকল প্রকার শিক্ষা কার্যক্রম রয়েছে।  আর সাথে থাকে ক্যারিয়ার বিষয়ক অসংখ্য ব্লগ,  সেশন। কিশোর থেকে তরুন সবার জন্য  আছে মোটিভেশন, লাইফ হ্যাকস্ ও টাইম ম্যানেজনেন্ট নিয়ে দারুন সব ব্লগ। এছাড়াও টেন মিনিট স্কুল ব্লগ সাইটে যে সব কার্যক্রম পরিচালনা করে-

  •  একাডেমিক পড়াশোনার  পাশাপাশি প্রচুর স্কিল ডেভেলপমেন্ট ব্লগ
  • দক্ষতা  অনুশীলন করার জন্য বিভিন্ন কুইজ এবং মডেল টেস্টের আয়োজন
  • বিভিন্ন শিক্ষামূলক তথ্য ধারণ সমৃদ্ধ ও আত্ন উন্নয়ন মূলক মোটিভেশনাল  আর্টিকেল

এ আছে  বিভিন্ন সফ্ট স্কিল মূলক আর্টিকেল ।  যেগুলো থেকে টেকনিক্যাল , কম্পিউটার, , মাইক্রোসফ্ট অফিস , এনালাইটিকাল মার্কেটিং ,প্রেজেন্টেশন  কৌশল ম্যানেজমেন্ট  স্কিল ইত্যাদি শেখা সম্ভব।

৭. ইডুদেশ

ইডুদেশ হল দেশীয় একটি শিক্ষা ও উপদেশ মূলক ব্লগিং সাইট।  অনেক ছাত্রছাত্রী প্রায়ই সঠিক দিকনির্দেশনার অভাবে সাফল্য বঞ্চিত হয়। কিছু কৌশল থাকে যা পারিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে  কম গুরুত্ব  পায়। অথচ একটু সুপরামর্শই কিন্তু  ছাত্রদের  জীবনকে পাল্টে দিতে পাের । ইডুদেশ এমনই সব কৌশল নিয়ে প্রতিনিয়ত আর্টিকেল পাবলিশ করে। তাদের বিশ্বাস   ছাত্র জীবনের এইসব কৌশল ,কর্ম জীবনে সাফল্য আনবে।আর ছাত্রদের জীবনে সফল হওয়ার প্রক্রিয়া বিষয়ক সুষ্পষ্ট ধারনা দিতেই  edudesh.wordpress.com কাজ করে যাচ্ছে । ওদের সাইটে থাকছে-

  • মোটিভেশনাল ব্লগ
  • ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ সব কৌশল
  • স্কিল ডেভেলপমেন্ট আর্টিকেল
  • অনুশীলনের জন্য কুইজ, প্রতিযোগিতার আয়োজন

মোট কথা, ছাত্রজীবনকে সুন্দর ও পরিকল্পিত ভাবে পরিচালনা করার সকল দিকনির্দেশনা আছে এই সাইট এ।

৮. এডুকেশনাল ব্লগ 24

একাডেমিক শিক্ষা ও বাড়তি সফট স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আরেকটি দারুন সাইট হল এডুকেশনাল ব্লগ 24। এই সাইটের প্রতিষ্ঠাতা,  ওয়েব ডেভেলপার মুহিব। মূলত টেকনিক্যাল যেকোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে এই সাইট টি তৈরি করা হয়। টেকনোলজি ব্লগ হিসেবে  যাত্রা শুরু করলেও এখন ফুল টাইম এডুকেশনাল আর্টিকেল পাবলিশ করা হয়। তাছাড়া চাকরির খবর থেকে শুরু করে পড়াশুনা কিংবা প্রযুক্তি বিষয়ক  যেকোনো গুরুত্বপূর্ণ   তথ্য দিতে এক্সপার্ট একটি সাইট।

তাছাড়াও এই ব্লগ সাইটে থাকে

  • পড়াশোনা বিষয়ক অসংখ্য  টিপস
  • বিভিন্ন একাডেমিক বইয়ের পিডিএফ
  • স্কিল ডেভেলপমেন্ট আর্টিকেল
  • বাংলা কিংবা ইংলিশ উভয় ভাষায় জ্ঞান অর্জনের সূযোগ আছে educationblog24.com সাইটে।

স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক  ব্লগিং  সাইট

হাতের মুঠোয় হেলথ টিপস পেতে কে না চায়? সব সময় তো আর ডাক্তারের কাছে চলে যাওয়ার সুযোগ হয়। তাই ঘরে বসেই সুস্বাস্থ্যের জন্য খুঁজে বেড়ান নান টিপস। মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় এখন অসংখ্য বাংলা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ব্লগিং সাইট তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দুটি সাইট সম্পর্কে আলোচনা করা হল-

৯. ফিটনেস বাংলাদেশ

fitnessbd.com একটি দেশীয় স্বাস্থ্য ব্লগ সাইট।  এখানে আছে সুস্বাস্থ্য বজায় রাখার অসংখ্য টিপস। রূপচর্চা ও ঘরোয়া চিকিৎসা নিয়েও এখানে রেগুলার আর্টিকেল পাবলিশ হয়। এই সাইটটির প্রতিষ্ঠাতা কাজি চন্দ্রিমা রহমান। ২০০৮ সালে Gold’s Gym এর পক্ষ থেকে Excellent Fitness Award পাওয়ার পর এই সাইট টি তৈরি করেন। তাই এই সাইটের সমস্ত তথ্য সম্পূর্ণ প্রফেশনাল।  ফিটনেস ফ্রীক প্রতিটি মানুষের জন্য একটি আদর্শ প্লাটফর্ম এটি। এখানে পাবেন রোগ প্রতিরোধ,  সুস্বাস্থ্য, ফিটনেস,  ওয়েট লস, ওয়েট গেইন, শরীরচর্চা, রূপচর্চা বিষয়ক এক্সপার্টস আর্টিকেল। ঘরে বসে শরীরে যেসব যত্ন নেয়া সম্ভব সেগুলো সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন এই সাইট থেকে।

১০.  ই-বাংলা হেলথ

অনলাইনে স্বাস্থ্য সেবা দিতে কাজ করে যাচ্ছে আরো একটি জনপ্রিয় ব্লগিং ওয়েবসাইট ebanglahealth.com।  এই সাইটটিতে মোট চারটি ক্যাটাগরিতে আর্টিকেল পাবলিশ হয়-

  • স্বাস্থ্য কথা
  • লাইফস্টাইল
  • শরীরচর্চা
  • প্রাপ্ত বয়স্ক

এই সাইট টি যথেষ্ট গোছানো ভাবে পাঠকদের কাছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক তথ্য তুলে ধরে।

তাছাড়া এদের লেখনশৈলী ও তথ্য সবই দক্ষ রাইটার দের লেখা। তাই এর খুব নিপুণ ভাবে তাদের সাইটে পাঠক ধরে রাখতে পেরেছেন৷   যেহেতু এখানের প্রতিটি আর্টিকেল সঠিক তথ্য নিয়ে ও রিসার্চ  করে লেখা হয়। সেহেতু পাঠকেরা নিঃসন্দেহে শরীরচর্চায় এদের নির্দেশনা গুলো ফলো করতে পারেন।

খেলাধুলা ও বিনোদনমূলক ব্লগিং সাইট

বিনোদন লাভের অন্যতম সেরা মাধ্যম হল খেলাধুলা। এপার বাংলা হোক বা ওপার বাংলা, বাঙ্গালী কিন্তু পুরোদস্তুর স্পোর্টস প্রিয় জাতি।

আর স্পোর্টস লাভার রা সবসময় আপডেটেড থাকতে চাই৷ তাই সকল প্রকার খেলারধুলার প্রতিটি মুহুর্ত সম্পর্কে আপডেট দিতে আছে বেশ কিছু বাংলা ব্লগিং সাইট। যেমন-

১১. প্যাভিলিয়ন

বাংলার ক্রিয়া অনুরাগীদের জন্য সকল প্রকার খেলার সংবাদ নিয়ে তৈরি প্যাভলিয়ন সাইট। এখানে খেলার আপডেট, ফলাফল, ফিক্সচার, বিশ্লেষণ,  সাক্ষাৎকার সহ বিনোদন মূলক  আরো নানা ধরনের আর্টিকেল পাবলিশ হয়। খেলা প্রেমী আপ-টু-ডেট ব্যক্তিদের জন্য একটি পার্ফেক্ট প্লেস এটি। আর এই সাইটের উপস্থাপনা, লেখনশৈলি পাঠক ধরে রাখতে পেরেছে অনেক দিন থেকে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই স্পোর্টস নিউজ সাইটটি  বর্তমানে অন্যতম জনপ্রিয় স্পোর্টস ব্লগ সাইট। এই সাইটের যে বিষয় গুলো পাঠকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল-

  • দেশীয় বা আন্তর্জাতিক খেলার লাইভস্কোর দেখার সুযোগ
  • খেলোয়াড়,  বিশেষজ্ঞ ও কোচদের সাক্ষাৎকারের আয়োজন
  • খেলা বিষয়ক কুইজ
  • পুরনো খেলার জমজমাট হাইলাইট গুলোও ভিডিও আকারে পাওয়া যায় এখানে
  • খেলা সম্পর্কে দারুন সব টিপস আছে pavilion.com.bd

১২. বাংলাদেশ গেমার

গেমারদের জন্য একদম উপযুক্ত একটি বিনোদনমূলক পাশাপাশি তথ্যবহুল একটি ব্লগ সাইট হল bangladeshgamer.com। এন্ড্রয়েড কিংবা পিসির সকল প্রকার গেম সম্পর্কে এই সাইটে আছে অসংখ্য তথ্য।  তাছাড়া এখনে পাবলিশ হয় নিত্যনতুন গেমের আপডেট। মূলত গেমিং জগতে যাদের ঝোঁক অনেক বেশি এই সাইট টি তাদের জন্যই তৈরি। আর বাংলাদেশের সেরা গেমিং সাইটের নামের তালিকা করা হলে বাংলাদেশ গেমারের নাম থাকবে সবার আগে।

গেমিং বিষয়ক আর্টিকেলের পাশাপাশি এই সাইটে

  • গেমিং পিসি বা মোবাইল সংক্রান্ত তথ্য পাওয়া যায়
  • প্রিমিয়াম গেম গুলো ফ্রিতে খেলার বিভিন্ন ট্রিকস দেয়া হয়
  • গেমিং লেভেল আপডেট করার জন্য শেখানো হয় নানা কৌশল।bd
  • এছাড়াও গেমিং এর মাধ্যমে বিভিন্ন গেটওয়ে প্রদান করা হয়

ইসলামিক ব্লগিং সাইট

শিক্ষা  ইসলামের একদম প্রাথমিক ও মৌলিক বিষয়াবলির অন্তর্ভুক্ত।  আর শিক্ষা ও জ্ঞানার্জনের জন্য পঠন-পাঠন অন্যতম মাধ্যম।  তাই মুসলিম ধর্মাবলম্বীদের কাছে ইসলামের জ্ঞান পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন ওয়েবসাইট।  তার মধ্যে অধিক সমাদৃত  দুটি সাইট হল –

১৩.বাংলা হাদিস

সকল মুসলিমদের জন্য নবী করিম (সাঃ) এর সুন্নত অনুসরণ করা একান্ত প্রয়োজনীয় বিষয়৷ আর বাংলা হাদিস ব্লগ সাইটটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করে নবীর জীবন-যাপনের সকল ধরন, পালন করা  সুন্নাহ, ও তার দেয়া বিধিনিষেধ। এছাড়াও hadithbd.com মুসলিম উম্মাহের কাছে পৌঁছে দেয় ইসলামিক নানা তথ্য। তাই  বিশুদ্ধ বাংলা ভাষায় ইসলামি তথ্য জানা ও হাদিস সম্পর্কে জানার সবচেয়ে জনপ্রিয়  দেশী ব্লগ সাইট এটি। আর এই সাইট টি থাকে সবসময়ে আপডেটেড। এই সাইটের কিছু ইউনিক বিষয় হল

  • আপনি চাইলে ইমেলের মাধ্যমে প্রতিদিন হাদিস সম্পর্কে জানতে পারবেন। এর জন্য শুধু ওদের গুগল গ্রুপে এডড হলেই চলবে
  • এই সাইটে প্রতিদিনের নামাজের আপডেটেড সময়সূচি পাবেন
  • অন্যন্য সাইটের থেকে বাংলা হাদিস সাইট টিতে অনেক বেশি দ্রুত গতিতে ব্রাউজ করা যায়।

১৪. ইসলামী প্রশ্নোত্তর

নিয়মিত ধর্মীয় আলোচনা নিয়ে আর্টিকেল পাবলিশ করে এমন একটি ব্লগ সাইট হল islamqabd.com । ধর্মশিক্ষা,  ইসলাম ধর্মীয় অনুশাসন,  হাদিস,  বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল, ইসলামি সংস্কৃতির ইতিহাস,  নবীদের জীবনী সহ আরো অনেক ইসলামি তথ্য পাওয়া যায় এই সাইটে। আর বেশিরভাগ ইসলামি সাইট নিয়মিত লেখা পাবলিশ করে না। তাই পাঠকেরাও আপডেটের তথ্য পায় না। তবে ইসলামি প্রশ্নোত্তর সাইট টি অনেক বেশি একটিভ। তাই মুসলিম ভাই-বোনদের জন্য খুবই উপযোগী একটি সাইট এটি৷ তাছাড়া এই সাইটে

  • ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন করার সূযোগ রয়েছ
  • উপযুক্ত দলিল ও হাদিস রেফারেন্স সহ সঠিক তথ্য প্রদান করা হয় এই সাইটে।

সংস্কৃতি ও সাহিত্যচর্চা ব্লগিং সাইট

সাহিত্য হল সমাজের আয়না স্বরুপ।  সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে   ধরে রাখা সম্ভব জাতির ঐতিহ্য।  সমস্ত বাংলা ভাষাভাষীর জন্য  গ্রহনযোগ্য কিছু উন্মুক্ত  সাহিত্য চর্চার ব্লগিং সাইট হল-

১৫. প্রতিলিপি

প্রতিলিপি হ’ল বাংলা ভাষায়  বৃহত্তম অনলাইন  সাহিত্য -প্রকাশনা মঞ্চ। এটি মূলত ভারতীয় প্রতিষ্ঠান।  কিন্তু আপনি যে দেশেরই হন না কেন,  এখানে আপনি বিনামূল্যেই প্রতিলিপি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে আপনার সাহিত্য লিখে তা প্রকাশ করতে পারেন। প্রতিলিপির নিজস্ব প্রতিবেদন অনুযায়ী বর্তমানে  শতশত বাংলাদেশী লেখক প্রতিলিপি তে নিয়মিত লেখালেখি করে।  তাই বাংলা ভাষায় সবচেয়ে প্রসিদ্ধ  সাহিত্যচর্চার অনলাইন প্লাটফর্ম হল প্রতিলিপি।  বর্তমানে প্রতিলিপির মূল সাহিত্য যথাক্রমে বাংলা, গুজরাটি, মারাঠি, ইংরেজি, তামিল, কান্নাডা, মালায়ালাম, পাঞ্জাবি,তেলুগু, উর্দু, হিন্দি  এবং ওড়িয়া ভাষায় উপলব্ধ করা হয়েছে।

আরো অবাক করা বিষয় হল-

  • ৮০ দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত হয় এই সাইট
  • এখানে প্রায়  ৫০০,০০০ এরও অধিক সক্রিয় পাঠক রয়েছে।
  • এই মঞ্চে মোট লেখক সংখ্যা  ৩০০,০০০+

১৬. গল্প কবিতা

সাহিত্য প্রেমী বাংলা ভাষাভাষীর মানুষের জন্য একটা উপযুক্ত সাইট হল golpokobita.com পাঠকেরা এখানে পাবেন নানা ধাঁচের সাহিত্য,  কবিতা, ছোট গল্প,  বিভিন্ন ক্যাটাগরির উপন্যাস।  তাছাড়া গল্প পড়ার পাশাপাশি লিখতেও যারা ভালবাসেন তাদের জন্যও এখানে আছে দারন সুযোগ। মূলত বাংলা সাহিত্য পাঠক ও লেখকদের মিলনমেলা হল এই সাইট টি৷ আর এই সাইটে নিয়মিত লেখালেখি করে বাড়াতে পারেন নিজের জনপ্রিয়তা। তাই নবীন লেখকদের জন্য খুবই কার্যকরী সাইট এটি।  এই সাইট আরো

আয়োজন করে-

  •  মাসিক সংখ্যা
  • মাসিক সংখ্যায় প্রতিযোগিতা/কুইজের ব্যাবস্থা
  • পুরস্কার বিতরণী ও গেটওয়ে
  • নতুন রাইটার দের জন্য অনুপ্রেরণা মূলক আর্টিকেল

আরো কিছু জনপ্রিয় বাংলা ব্লগিং সাইট

আপনি কি এমন কোনো সাইট খোঁজ করেন না? যেখানে প্রযুক্তি, বিজ্ঞান থেকে শুরু করে, শিক্ষা, ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট,  স্বাস্থ্য সহ সব রকম তথ্য থাকবে? এমন অনেক সাইট আছে যা পাঠকদের একসাথে একাধিক সেবা প্রদান করে। তেমনি কিছু বাংলা সেরা ব্লগিং সাইট হল –

১৭. প্রতিবর্তন

বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা ও বিশ্বস্ত ব্লগিং সাইট হল প্রতিবর্তন।  সেরা ব্লগিং সাইটের তালিকায় প্রতিবর্তনের নাম থাকার কারণ,  এখানে টেকনোলজি, লাইফ হ্যাক, ফ্রিল্যান্সিং,  শিক্ষা ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে ইনফরমেশন  পাওয়া যায়।  প্রতিটি ক্যাটাগরিতে আছে অসংখ্য তথ্যবহুল আর্টিকেল।  আর সোশ্যাল প্লাটফর্ম গুলোতেও বাড়ছে এর জনপ্রিয়তা। এই সাইটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল-

  • pratiborton.com  এ আছে মোবাইলে আর্টিকেল লিখে বিকাশে পেমেন্ট নেয়ার সুবিধা
  • ফ্রিল্যান্সিং, ব্লগিং, SEO  সম্পর্কিত অসংখ্য আর্টিকেল।
  • অনলাইন ইনকাম গাইডলাইন
  • ক্যারিয়ার গাইডলাইন

১৮.সামহোয়্যার ইন ব্লগ

বাংলাদেশের একটি বহুল সমাদৃত ব্লগিং সাইট হল,  somewhereinblog.net. সামহোয়্যার ইন ব্লগ সাইট টি সামু নামেও পরিচিত। বাংলা ভাষায় প্রতিষ্ঠিত প্রথম পাবলিক ব্লগ এটি। এবং সারা বিশ্বে বাংলা ভাষী মানুষদের সর্ববৃহৎ ব্লগিং সাইট হিসেবে পরিচিতি পেয়েছে এটি। টেকনোলজি সাইট হিসেবে এর প্রচার শুরু হলেও,  এই সাইটের প্রসার এখন ব্যপক ।

এই ব্লগ সাইটে যারা  নিবন্ধন করেন তাদের  জন্য  রয়েছে বিনামূল্যে পোষ্ট করার সুযোগ ।  তবে  শুধুমাত্র পাঠকদের  জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়। এখানে  কোনো পোষ্টে মন্তব্য করতে কিংবা কোনো কিছু পোষ্ট করতে চাইলে নিবন্ধন করতে হয়। সামহোয়্যার ইন ব্লগ সাইট সম্পর্কে আরো কিছু ইন্টারেস্টিং  তথ্য –

  • এটি প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে
  • গ্লোবাল অ্যালেক্সা র‌্যাঙ্কিং ৩০,৭৭৮ তম
  • বাংলাদেশে ১৫১ তম
  • ৪৫ থেকে ৫০ হাজার ব্যবহারকারী প্রতিদিন সামহোয়্যারইন  ব্লগ ব্যবহার করেন

১৯. রোর বাংলা

শ্রীলঙ্কান মিডিয়া নেটওয়ার্ক কর্তৃক প্রতিষ্ঠািত রোর গ্লোবালের একটি অংশ রোর বাংলা। পুরো সাউথ এশিয়া জুড়ে সেবা প্রদান করা রোর গ্লোবালের সবচেয়ে জনপ্রিয় ব্লগ সাইট রোর বাংলা। বাংলাদেশের বৃহত্তর মিডিয়া প্লাটফর্মে পরিনত হয়েছে রোর বাংলা।  ইউনিক সব কন্টেন্ট ও প্রফেশনাল ব্লগ দিয়ে মাতিয়ে রাখছে পাঠকদের।  roarmedia.com এ শিক্ষা,  সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক নানা ব্লগ পাবলিশ হয়।  রোর বাংলা  এমন অনেক বিস্ময়কর তথ্য পাঠকদের সামনে নিয়ে আসে,  যা  বাংলাভাষায় আগে কেউ উপস্থাপন করে নি।  তথ্যপূর্ণ, শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক এবং গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশের মাধ্যমে এটি এখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের  শীর্ষ ডিজিটাল  প্রকাশক হিসেবে পরিচয় লাভ করেছে৷

২০. মুক্তমনা

মুক্তমনা নামটি দেখে আপনি সাইট টি সম্পর্কে  কি ভাবছেন?  স্বাধীনচেতা, আধুনিক দৃষ্টিভঙ্গি,  চিন্তাচেতনা মূলক কোনো ব্লগ? হ্যাঁ, মুক্তমনা সাইট টি নামেই তার কাজের পরিচয় দিয়ে দেয়।

প্রগতির পথের সব বাধা দূর করে বাংলা, সকল ভাষাভাষীদের জন্য ‘মুক্তচিন্তার ” পথ তৈরি করতে ‘সাইবার স্পেসে’ মিলিত হয়েছিলেন কয়েকজন বাঙালি তরুণ।  যাদের চেষ্টাতেই গড়ে উঠেছে স্বাধীন চিন্তার বাংলা ব্লগিং সাইট  ‘মুক্তমনা’।  প্রায় এক যুগ থেকে এই সাইট মানুষের সামনে ব্যতিক্রমী ধারার লেখা তুলে ধরছে। একজন লেখক তার ব্যাক্তি স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে, তার চিন্তাভাবনা গুলোকে জানিয়ে দেয় ব্লগের মাধ্যমে।  আপনিও যদি নিজের মতামতকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে চান, তাহলে

blog.mukto-mona.com এর পাঠকেররা কিন্তু আপনার মত লেখকের  অপেক্ষাই আছে।

বিশ্ব বিখ্যাত ব্লগিং সাইট  Statista এর একটি জরিপ অনুসারে – ২০১১ সাল পর্যন্ত সারা বিশ্বে ব্লগ ছিল মাত্র ১৭.৩০ মিলিয়ন। আর ২০২০ সালে এসে ব্লগের পরিমান বৃদ্ধি পেয়ে প্রায় ৬০০ মিলিয়ন এর বেশি হয়েছে। এখানে  প্রতি মাসে প্রায় ৭০ মিলিয়ন ব্লগ পোস্ট পাবলিশ করা হয়। এবং আপনার আমার মত প্রায় ৪০০ মিলিয়ন এর বেশি লোক প্রতি মাসে ব্লগ পড়ে। তাহলে বুঝতেই পারছেন, ইন্টারনেট ও টেকনোলজির এই বিশ্বে হাতের মুঠোয় সব তথ্য পেতে ব্লগের গুরুত্ব অপরিসীম।

আর আমরা চাই সারা বিশ্বের সাথে  বাংলা ভাষার ব্লগও সর্বত্র  সমাদৃত হোক। এজন্য ২০ টি সেরা বাংলা ব্লগিং সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম।  আশা করি আপনারা পাঠক হিসেবে  মাতৃভাষার ব্লগকে সর্বাধিক প্রাধান্য দিবেন। আর লেখকেরা বাংলা ভাষাকে ব্লগের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন।

Previous articleজলাতংক রোগের চিকিৎসা, জলাতংক রুগী পানি দেখে ভয় পায় কেন?
Next articleরসুনের উপকারিতা, রসুন কখন, কিভাবে এবং কি পরিমাণ খাবেন ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here