দিনের অনেকটা সময় আমরা এখন ফেসবুকের পেছনে ব্যয় করি, বলা যায় ফেসবুক সোশ্যাল নেটওয়ার্ক এখন আমাদের জীবনেরই একটা অংশ। সবাই এত বেশি ফেসবুকে কনটেন্ট শেয়ার করেন অনেক সময়ই একবার দেখা কোন ভিডিও আর দ্বিতীয়বার খুঁজে পাওয়া যায় না। তাই অনেকেই চান তার দেখা প্রিয় ভিডিওটি ডাউনলোড করে রাখতে। কিন্তু ফেসবুকে তো ভিডিও ডাউনলোড করার কোন সুযোগ বা অপশন নাই। তাহলে উপায় কি? হ্যা, উপায় আছে ভাই। আজকের ব্লগে আমি আপনাদের শিখাব কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন।

ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন কিভাবে?

মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে আপনিও পারেন আপনার প্রিয় ভিডিওটি ডাউনলোড করে আপনার হার্ড ড্রাইভে সংরক্ষন করতে। নিচের স্টেপগুলো ফলো করুন-

১। প্রথমে আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান তার লিংটি কপি করুন এবং getfvid.com এই সাইটে যান।

২। আপনার কপি করা লিংকটি পেস্ট করে দিন, নিচের ছবির মত।

ফেসবুক ভিডিও ডাউনলোড

৩। এবার ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং আপনি পরের পেইজে চলে যাবেন নিচের ছবির মত।

ফেসবুক ভিডিও ডাউনলোড

৪। এবার আপনার ভিডিও কোয়ালিটি নির্বাচন করুন। আপনি অটোমেটিক পরের পেইজে চলে যাবেন যেখানে ভিডিও চালু অবস্থায় দেখা যাবে।

ফেসবুক ভিডিও ডাউনলোড

৫। ভিডিওটির উপর রাইট ক্লিক করে Save Video As বাটনে ক্লিক করুন আর আপনি যেখানে ভিডিওটি রাখতে চান দেখিয়ে দিন।

উপরের সহজ পাঁচটি ধাপ অনুসরণ করে আপনি যেকোন ফেসবুক ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন।

এই ওয়েবসাইট ছাড়াও আরও অনেক সাইট আছে যেখান থেকে আপনি চাইলে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন কিন্তু আমি এই সাইটটি পেয়েছি একদম ঝামেলা মুক্ত এবং সহজ। তাই আর দেরি না করে এখন থেকেই আপনার প্রিয় ভিডিওগুলো ডাউনলোড করে রাখুন।

আপনি চাইলে ড্রপবক্সে আপনার ভিডিও সংরক্ষন করতে পারেন কিন্তু ড্রপবক্সে যেহেতু স্পেস লিমিটেশন আছে তাই গুগল ড্রাইভেও রাখতে পারেন। ভাবছেন গুগল ড্রাইভেও তো মাত্র ১৫ জিবি স্টোরেজ, এত ভিডিও রাখব কোথায়?

কিভাবে ফ্রি অনলিমিটেড শেয়ার ড্রাইভ আপনার গুগল ড্রাইভে যুক্ত করে নিবেন আজীবনের জন্য জানতে এখানে দেখুন। যত খুশি তত ভিডিও রাখুন। জায়গা শেষ হবে না।

আশা করি আজকের ব্লগটি আপনাদের ভাল লেগেছে। রেডিটুরিডিং ব্লগের সাথেই থাকুন, সবসময়।

Previous articleঅটোম্যান সাম্রাজ্য- উত্থান ইতিহাস
Next articleলাঞ্চার দিয়ে আপনার ফোনকে যেকোন ফোনের রুপ দিন।
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

2 COMMENTS

  1. এতদিন অনেককেই জিজ্ঞেস করেছিলাম৷ অনেকেই জানে না৷ ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here