পি এইচ পি
পি এইচ পি

পি এইচ পি নিয়ে কিছু তথ্য জেনে রাখুন যা সাধারন জ্ঞানের মধ্যে পরে। এটি খুবই জনপ্রিয় একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । পিএইচপি নিয়ে জানার জন্য যে আপনাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে তা কিন্তু নয়। জানার কোন শেষ নাই তাই যে কোন জিনিস জেনে রাখা ভাল। এই ইনফরমেশন গুলো আপনার জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি। আপনাদের সুবিধার্থে আমি পয়েন্ট আকারে দিচ্ছি।

আসুন জেনে নেই আপনি পি এইচ পি কেন শিখবেন

  1. পিএইচপি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন Rasmus Lerdorf
  2. পিএইচপি শুরু হয়েছিল ১৯৯৪ সালে, তখন এর নাম ছিল Personal Home Page (PHP).
  3. প্রাথমিকভাবে এটি তৈরি হয়েছিল ওয়েব ডেভেলপমেন্টের জন্য।
  4. বর্তমানে এটি জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে।
  5. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যা করা যায় তার সবই এই পি এইচ পি দিয়ে করা যায়।
  6. এটি ওপেন সোর্স জেনারেল স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ায় এটি খুবই জনপ্রিয়।
  7. পৃথিবীতে যত ওয়েব সাইট আছে তার ৮২ ভাগই  পিএইচপি দিয়ে তৈরি।
  8. এটি সারভার সাইড ল্যাঙ্গুয়েজ হওয়ায় সরাসরি কম্পিউটার থেকে রান করা যায় না, সার্ভার লাগে। আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করতে পারেন।
  9. ইউজার যখন কোন পেইজ ভিজিট করে তখন সার্ভার থেকেও কিছু কাজ প্রোসেস হয়। ইউজারকে যা দেখান দরকার তা সে দেখাবে আর যা দেখান দরকার নেই তা লুকিয়ে ফেলবে।
  10. পিএইচপি শিখতে হলে আগে সি বা এইচটিএমএল জানা থাকলে ভাল।
  11. আপনি চাইলে আপনার কম্পিউটারের নোটপ্যাডে এই প্রোগ্রাম লিখতে পারেন।
  12. সব পিএইচপি ফাইল এর শেষে .php থাকবে, মানে এর এক্সটেনশন হল .php
  13. পিএইচপি ল্যাঙ্গুয়েজএর কাজ হল সবকিছু ডাইনামিক করা।
  14. ওয়েব ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার গড়তে চাইলে পি এইচ পির কোন বিকল্প নাই। সেক্ষেত্রে আপনি পিএইচপি শিখে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন।

উপরের ইনফরমেশনগুলো হয়ত আপনাকে পিএইচপি শিখতে উতসাহিত করবে। আপনি যদি এর চেয়ে আরও বেশি শিখতে চান তাহলে আমি আপনাকে একটি লিংক দিচ্ছি এখান থেকে আরও শিখতে পারবেন। আশা করি আপনার কাজে লাগবে।

পিএইচপির বিস্তারিত-কি কেনো এবং ভবিষ্যত

ধন্যবাদ সবাইকে।

কম্পিউটার নিয়ে আরও কিছু পোস্ট পড়তে চাইলে এই লিংক ঘুরে আসুন। ভাল লাগবে।

Previous articleসুশান্তের আত্মহত্যা, ডিপ্রেশন ও তার পেছনের গল্প
Next articleআপনার বাসার বিদ্যুৎ বিল কি ভূতুড়ে বিল? জানুন কিভাবে ভূতুড়ে বিল আসে।
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।