ট্রেডিং সাইকোলজি

ট্রেডিং সাইকোলজি নিয়ে আমরা কেও কথা বলি না, আমরা সবাই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিস সহ আরও অনেক অনেক বিষয় নিয়ে পড়াশোনা করলেও ট্রেডিং সাইকোলজি নিয়ে মাথা ঘামাতেই চাই না। যদিও টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিসের মত ট্রেডিং সাইকোলজির গুরুত্ব কোন অংশে কম নয়। একারনেই দেখা যায় একজন ট্রেডার টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এনালাইসিস শেখার পরেও সফল হতে পারেন না। জাতিগত ভাবে আমরা যেমন আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেই না তেমনি, ফরেক্স মার্কেটের ট্রেড করতে এসেও ট্রেডিং সাইকোলজির দিকে নজর দেই না। অথচ এই একটি দিক নিয়ে সামান্য পরিমান কনসার্ন থাকলেই আপনি আপনার প্রফিট বহুগুণ বাড়িয়ে নিতে পারেন।

আপনি যদি একজন ফরেক্স  ট্রেডার হয়ে থাকেন, আপনি হয়ত বুঝতে পারছেন ট্রেডিং সাইকোলজি কতটা গুরুত্বপূর্ণ। তাই আজকে আমাদের ব্লগটি সাজানো হয়েছে ট্রেডিং সাইকোলজি নিয়ে। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক। আশা করি আপনাদের কাজে আসবে।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

ট্রেডিং সাইকোলজি কি?

ট্রেডিং সাইকোলজি বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে সাইকোলজি কি, বা সাইকোলজি কাকে বলে। আসলে খাঁটি বাংলায় সাইকোলজি মানে হল মনোবিজ্ঞান বা মনস্তত্ববিদ্যা। যে বিজ্ঞান মানুষের মানসিক কর্ম প্রক্রিয়া ও আচরণসমূহ নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান করে থাকে তাকেই মনোবিজ্ঞান বা মনস্তত্ববিদ্যা বলা হয়।

আর এখানে সাইকোলজি শব্দটির আগে যেহেতু ট্রেডিং শব্দ জুড়ে দেয়া আছে তাই বুঝতেই পারছেন ট্রেডের সাথে আপনার মনের সম্পর্ক রয়েছে। একটি উদাহরণ দিলে ব্যাপারটি আপনার কাছে আরও পরিস্কার হবে।

আমরা যারা ট্রেড করি, তাদের মধ্যে যেকোন ৫ জন যদি একই সময়ে একই কারেন্সি একই পজিশনে বাই দেই তাহলে ৫ জন কিন্তু একই সমান প্রফিট করতে পারবে না। একই পজিশনে বাই দেয়ার পরেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন পরিমাণ প্রফিট করবে। এটার কারণ একেক জনের ট্রেডিং সাইকোলজি একেক রকমভাবে কাজ করে।

একইভাবে, ফরেক্স টেকনিক্যাল/ফান্ডামেন্টাল নলেজ একই থাকার পরেও তারা ৫ জনই মাস শেষে কেও বেশি লাভ করবে, কেও কম লাভ করবে আবার কেও লস করবে। একজন সফল ফরেক্স ট্রেডার জানেন কিভাবে নিজের আবেগকে কনট্রোল করে আবেগকে ট্রেড থেকে দূরে সরিয়ে রাখতে পারেন। কারণ তিনি জানেন  ফরেক্স ট্রেডিং সাইকোলজি কি জিনিষ, এর ভয়াবহতা কতখানি হতে পারে।একারনেই ট্রেডিং সাইকোলজি নিয়ে পড়াশোনা করা খুবই জরুরী।মনে রাখবেন, ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আপনি ভুল করবেন এটাই সত্য কিন্তু এই ভুলগুলোর মূল কারণ হল আপনার ট্রেডিং সাইকোলজি। আপনার ট্রেডিং সাইকোলজি ঠিক থাকলে ভুল এড়াতে পারবেন, আর আপনার প্রফিট বাড়তে থাকবে।

ট্রেডিং সাইকোলজির বিভিন্ন এলিমেন্ট

যেহেতু ব্যাপারটি মনস্তাত্বিক তাই প্রথমে আমি ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত কিছু মানসিক ব্যাপার নিয়ে আলোচনা করছি, এগুলোর সবগুলোই ফরেক্স ট্রেডের সাথে ওতপ্রতো ভাবে জড়িত।

লস করার আশঙ্কা

ব্যাপারটি যেহেতু টাকার, তাই আমাদের প্রথম যে ভয়টি কাজ করে তা হল টাকা লস করার আশঙ্কা। ফরেক্স মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করেছেন লস করবার জন্য নয়। আপনি এসছেন লাভ করে লাভের টাকা ঘরে তুলতে। তাই কোন ট্রেডে লস শুরু হলে আপনার লসের আশঙ্কা হয়াটি বরং খুবই স্বাভাবিক।

কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি ফরেক্স ট্রেড করতে এসেছেন, এখানে আপনার কোন ট্রেড লাভে ক্লোজ যেমন করতে হবে তেমনি কোন কোন ট্রেড লসেও ক্লোজ করতে হতে পারে।


তারপরেও কোন রানিং ট্রেডে লস থাকলে তা আপনাকে মানসিকভাবে দুর্বল করে দিবে। কেও জানেনা মার্কেট কখন কি আচরন করবে, যে কোন নিউজের ইফেক্টে আপনার একটা লাভের ট্রেডও আপনাকে ফকির করে দিতে পারে।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

তাই আপনি অবশ্যই আপনার সকল ট্রেডে স্টপ লস ব্যবহার করবেন, এতে আপনি অনির্দিষ্ট পরিমাণ লস করার হাত থেকে রেহাই পাবেন।লসের পরিমাণ নিদিষ্ট হয়ে গেলে আপনি মান্সিকভাবে চাংগা হয়ে যাবেন। আপনার মাথায় কোন টেনশন থাকবেনা। আপনি রিল্যাক্সড থাকবেন।

অতিরিক্ত লোভ

শুধু অতিরিক্ত লোভই না, লোভ জিনিষটাই ফরেক্স মার্কেটে খারাপ। আপনার ট্রেডিং সেটাপের বাইরে আপনি যাবেন না, কখনই মার্কেটকে বিশ্বাস করবেন না, ধরেই নিতে হবে আপনি ট্রেড নিলেই মার্কেট আপনার বিপরীত দিকে যেতে শুরু করবে এবং আপনাকে লসে ফেলে দিবে।

হঠাৎ দেখলেন মার্কেট বাড়তে শুরু করেছে, আপনার .০৫ লট বাই আছে, ভাবলেন মার্কেট যেহেতু বাড়ছে আমি আরও বড় লটে কেন ট্রেড করছিনা? সবসময়ের জন্য মনে রাখবেন, যেই আপনি বড় লটে ট্রেড নিয়ে নিবেন সাথে সাথে মার্কেট আপনার বিপক্ষে যাওয়া শুরু করবে। এটা চিরন্তন সত্য।

হ্যা, মাঝে মাঝে আপনি হয়ত সফল হতে পারেন, তবে তা ঐ একবার দুইবার বা তিনবারের জন্যই সত্য। আজ আমি লিখে দিচ্ছি বাকি সবসময় আপনি ঐ বিগ লটের কারনে ধরা খাবেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেটে আপনার ৩/৪ মাসের সফল ট্রেডের ইতিহাস মোটেই সারা বছরের ট্রেডের ফলাফল প্রদর্শন করেনা। ৩/৪ মাস লাভ করে বাকি ৭/৮ মাস লস করলে বছর শেষে আপনি লসেই থাকবেন।

তাই, কোন ফরেক্স স্ট্রাটেজি অনুসরণ করে আপনি ২/৩ মাস ভাল প্রফিট করলেই সেটা সফল স্ট্রাটেজি হয়ে গেল এবং পরে আপনি বিশাল লট মেরে সেখান থেকে হিউজ প্রফিট করতে পারবেন তা কিন্তু মোটেও নয়। মএন রাখবেন এই পৃথিবীর কোন ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি ১০০% সফল নয়।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

অতিরিক্ত লোভকে সামলে চলুন, আপনার একাউন্ট সাইজ অনুযায়ি লট সাইজ নির্ধারণ করে নিন। আপনার নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন, যা ঘটুক না কেন, যে পরিস্থিতি হোক না কেন আপনি আপনার একাউন্ট সাইজ অনুযায়ি নির্ধারিত লটের বাইরে কোন ট্রেড নিবেন না।

হঠাৎ সিদ্ধান্ত

হঠাৎ করে, আবেগ তাড়িত হয়ে বা কারও দ্বারা প্ররোচিত হয়ে কোন ট্রেড নিবেন না, মনে রাখবেন মার্কেট আপনাকে রেখে পালিয়ে যাচ্ছেনা, হঠাৎ করেই কোন ট্রেড নিয়ে লসে পরার চেয়ে একটু দেখে শুনে, চিন্তা-ভাবনা করে ট্রেড নিয়ে অল্প লাভ করাও বুদ্ধিমানের কাজ।

মনে রাখবেন, ট্রেড করে লস করার চেয়ে ট্রেড না করে লাভ না করাই বেশি লাভজনক। তাই হুট করে কোন সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন। নিজের আবেগকে কনট্রোল করতে শিখুন। মনে রাখবেন, ফরেক্স মার্কেট আপনার ইমোশনকে বিন্দু মাত্র দাম দেয় না, মার্কেট মার্কেটের গতিতেই চলবে। মাঝখান থেকে আপনার লস হবে।

অভার ট্রেডিং

আমাদের লস করার আরেকটি বড় কারণ হল অভার ট্রেডিং। আপনি নিজের জন্য একটি ফরেক্স স্ট্রাটেজি ঠিক করে ফেলুন। একটি ট্রেড সেট আপ তৈরি করে নিন। শুধুমাত্র ঐ সেট আপ পেলেই আপনি ট্রেড নিবেন, অন্যথায় কোন ট্রেড নিবেন না।

মনে রাখবেন, ফরেক্স মার্কেট একটি চলমান প্রক্রিয়া, এখানে কখনও কোন কিছুই শেষ হয়ে যায়না, একটি অপরচুনিটি চলে গেলে খুব তারাতারি নতুন আরেকটি অপরচুনিটি আসবেই। পরবর্তী অপরচুনিটির জন্য অপেক্ষা করুন।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

আমরা অনেক সময় অপরচুনিটির জন্য অপেক্ষা না করে হুট করে ট্রেড নিয়ে ফেলি যা আসলে চরম বোকামি ছাড়া আর কিছুই নয়। নিজে পায়ে নিজে কুড়াল মারা আর কাকে বলে? মানে এমাদের এমন একটি অবস্থা হয় যে ট্রেড না নিতে পারলে যেন পেটের ভাত হজম হতে চায়না।

মার্কেট আওনার পক্ষে না থাকলে ট্রেড থেকে ছুটি নিয়ে নিন। ফরেক্স মার্কেট থেকে দূরে চলে যান। কোথাও ঘুরতে চলে যান। ভুলে যান ফরেক্সের কথা। কখনও মার্কেট এমন সময় আসবেই, যা ট্রেড নিবেন তাতেই লস হবে, মনে হবে মার্কেট আপনার কথা শুনছেনা। এমন মার্কেটে জিদ করে ট্রেড করে লস করার চেয়ে একটু বিরতি নিন। বিরতি নিলে আপনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবেন।

প্লানিং ফলো করুন

সব সময় একটি নিয়মের মধ্যে থাকুন, বিশৃঙ্খলা করবেন না। অবশ্যই আপনার নিজের একটা প্লান আছে। যেটা আপনি ট্রেড নেয়ার আগেই ভেবে রেখেছেন। সেই প্লানের উপর অবিচল থাকুন।

ট্রেড নেবার আগেই আপনার ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে চিন্তা করে নিন, একটা টার্গেট সেট করুন। লসের মাত্রা নির্ধারণ করে স্টপ লস দিন এবং প্রফিটের মাত্রা ঠিক করে টেক প্রফিট দিয়ে রাখুন। দৃঢ় প্রত্যয়ের সাথে স্টপ লস এবং টেক প্রফিট ফলো করুন।

আপনার আগের ২০টি ট্রেডের ফলাফল দেখুন, যদি লাভ করে থাকেন নিজেকে শান্তনা দিন, একটি ট্রেডে লস হতেই পারে। সামগ্রিকভাবে আপনি লসে নেই, লাভেই আছেন। তাই একটি ট্রেডের লস নিয়ে মাথা ঘামানোর কোন সুযোগ নেই।

কোন ভাবেই আপনার প্লান থেকে বিচ্যুত হতে পারবেন না। মনে রাখবেন, আপনার প্লান থেকে বিচ্যুতি ঘটলেই আপনি সহজে ফিরে আসতে পারবেন না। এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য।

 দ্রুত লস রিকভারের চেষ্টা

মানুষ মাত্রই তার লসকে দ্রুত রিকভার করতে চায়, এটা মানুষের স্বাভাবিক প্রবনতা। এই প্রবনতা থেকে বের হতে চেষ্টা করুন। আপনি যতটা এই প্রবনতা থেকে বের হতে পারবেন, তত বেশি লাভ করতে পারবেন।

বেশিরভাগ ক্ষেত্রে যা হয় তা হল- একটা লুসিং ট্রেড থেকে দ্রুত বের হয়ে আসার জন্য আমরা আরও বড় লটে ট্রেড নিয়ে এভারেজ করে বের হয়ে আসতে চাই। এতে আমাদের লসের পরিমাণ আরও বাড়ে। এটা একটা চরম প্রকারের বোকামি।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

প্রতিটি ট্রেডকে আলাদাভাবে চিন্তা করুন। লুজিং ট্রেড থেকে অতি দ্রুত বের হয়ে এসে মাথা থেকে ঝেড়ে ফেলুন। লস মেনে নেবার প্রবনতা নিজের মধ্যে নিয়ে আসুন। অনেকেই প্রতিটি ট্রেড প্রফিটে ক্লোজ করতে চায়, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, এখানে লাভ লস দুটাই থাকবে। সব ট্রেডেই আপনি প্রফিট করবেন- এটা কখনই সম্ভব না।

হতাশাগ্রস্থ হয়ে যাওয়া

অনেক সময় আমরা টেড করতে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে যাই। একটা ট্রেড প্রফিট হতে থাকলে যাদি সেই ট্রেড আবার স্টপ লস খেয়ে যায়, আমরা মানসিকভাবে ভেংগে পরি। নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলি।

প্লানের বাইরে গিয়ে নিজের উপর কনট্রোল হারিয়ে বড় লটে ট্রেড নিয়ে সেই লস রিওভার করতে চাই। যা আমাদের আরও বেশি লসের সম্মুখিন করে।

আবার অনেক সময় আমাদের টেক প্রফিট হিট করার পর মার্কেট আরও মুভ করতে থাকে আমাদের পক্ষে, কিন্তু ট্রেড ক্লোজ করে ফেলার কারনে আমরা প্রফিট থেকে বঞ্চিত হই। আবার আমরা হতাস হই।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

এছাড়াও আমাদের কোন কোন ট্রেড স্টপ লস খেয়ে আবার আমাদের পক্ষে আসতে শুরু করে, আমরা হতাশাগ্রস্থ হয়ে বড় লটে সেখানেই আবার ট্রেড নেই। আবার লসে পরে যাই।

আসল কথা আফসোস করা যাবেনা, আপনি যেখানে যে অবস্থায় ট্রেড ক্লোজ করেছেন, মনে রাখবেন সুযোগ আবার আসবে। আবার আপনি ট্রেড নিতে পারবেন। মার্কেট পালিয়ে যাচ্ছেনা।

ট্রেডিং সাইকোলজি ইমপ্রুভ করার উপায় কি?

উপরের আলোচনা থেকে আপনি অবশ্যই এতক্ষনে জেনে গেছেন কিভাবে আপনি আপনার ফরেক্স ট্রেডিং সাইকোলজির উন্নতি ঘটাবেন। তারপরেও আমি আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন মনে করছি। তাছাড়া আমার আজকে লেখাটি অসম্পূর্ণ রয়ে যাবে।

ট্রেডিং সাইকোলজির উন্নতি করার কয়েকটি উপায় আমি বাতলে দিচ্ছি, এগুলো প্র্যাক্টিস করে দেখতে পারেন। আপনি লাভবান হবেন অবশ্যই।

অতিরিক্ত কনফিডেন্স

ফরেক্স মার্কেটকে কখনও বিশ্বাস করবেন না, কখনই মনে করবেন না, আপনি ট্রেড নেয়ার সাথে সাথে প্রফিট হতে শুরু করবে। অতিরিক্ত কনফিডেন্স আপনার মধ্যে গ্রো করলেই দেখবেন আপনি রিস্ক বেশি নিতে শুরু করেছেন। ফলাফল হিসেবে আপনি লস করতে শুরু করবেন।

কনফিডেন্সের অভাব

অতিরিক্ত কুফিডেন্স যেমন ক্ষতির কারণ ঠিক তেমনি কনফিডেন্সের অভাবও আপনাকে কাংখিত প্রফিট নেয়া থেকে বিরত রাখবে। তাই নিজের এনালাইসিসের উপর আস্থা রাখুন শতভাগ।

রিস্ক ম্যানেজমেন্ট

ঠিক কতটুকু রিস্ক আপনি নিতে চান তা আগে থেকেই ঠিক করে রাখুন। তার চেয়ে বেশি রিস্ক নিয়ে আপনার একাউন্টকে ঝুকির নুখে ফেলবেন না। রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিনিমাম ১ঃ৩ রাখুন।

মানি ম্যানেজমেন্ট

মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং এর সফলতার অন্যতম চাবি। কত ডলারের একাউন্টে কত লটের কতগুলো এন্ট্রি নিবেন তা সঠিকভাবে নিরূপণ করুন। কখনই নিজের একাউন্ট ঝুঁকিতে ফেলবেন না।

অভার ট্রেডিং

অভার ট্রেডিং করবেন না, মার্কেটে কম মুভমেন্ট থাকলে কিংবা বেশি মুভমেন্ট থাকলে ট্রেড করা থেকে বিরত থাকুন। নিউজের সময় মার্কেট খুব ভোলাটাইল থাকে ঐ সময় ট্রেড করা লোভনীয় হলেও ট্রেড করবেন না। বরং মার্কেট অবজারভ করতে থাকুন। সুইটেবল সময়ে ট্রেড নিন।

লস রিকভারিং

লস হয়ে গেলে ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এক ট্রেডেই আপনার সব লস তুলে নিয়ে আসতে হবে, ব্যাপারটি এমন নয়। ধীরে ধীরে আপনার লস রিকভারি করুন।

নিয়মিত বিরতি

নিয়মিত মার্কেট থেকে ছুটি নিন। নিজেকে রিল্যাক্সড রাখুন, চাপ নিবেন না। ছুটির দিন গুলো উপভোগ করুন।

ইতিহাস থেকে শিক্ষা নিন

মার্কেটের ইতিহাস দেখুন, কোন নিউজের কি ইমপ্যাক্ট সেটা দেখে রাখুন, বুঝার চেষ্টা করুন। ভবিষ্যতে সেই অভিজ্ঞতা কাজে লাগান। অতীতের ক্যান্ডেল স্টিক চার্ট থেকে শুখার চেষ্টা করুন।

প্রতিদিন শিখুন

শেখার কোন শেষ নাই, নিত্য নতুন প্রতিদিন শিখুন। গুগল সার্চ করে ফরেক্স নিয়ে লেখা বিভিন্ন ব্লগ পড়ুন। নিউজের এনালাইসি পড়ুন। ভাল এনলিস্টের টেকনিক্যাল এনালাইসিস পড়ে দেখুন। শিখার চেষ্টা করুন প্রতিদিন।

লস কমিয়ে আনুন

লস কমিয়ে আনুন, লস বাড়তে থাকা ট্রেড থেকে দ্রুত বের হয়ে আসুন। প্রয়োজনে লস মেনে নিন। নতুনভাবে শুরু করুন। আগের লসের কথা ভুলে যান।

প্রফিট বাড়িয়ে নিন

রানিং ট্রেডে প্রফিট হলে, আপনার টেক প্রফিট পয়েন্টে ৫০% লট ক্লোজ করে বাকি ৫০% রেখে দিন আবার টেক প্রফিট দিতে পারেন কিংবা ট্রেইল করতে পারেন।

আলোচনা করুন

সম মনা বন্ধুদের সাথে ফরেক্স নিয়ে গল্প করুন, তাদের অভিজ্ঞতা শুনে নিজে শিখুন। আপনার নিজের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করুন। নিজের ভুল বুঝতে পারলে শুধরে নিন।

মার্কেটের আচরন দেখুন

ফরেক্স মার্কেট কখন কি ধরনের আচরন করে তা দেখে শিখতে থাকুন, রানিং ট্রেড না থাকলেও মার্কেট দেখুন। সাপোর্ট-রেসিস্টেন্স গুলো দাগ কেটে চিহ্ন দিয়ে রাখুন।

ট্রেডিং সাইকোলজি নিয়ে এর বাইরেও আরও অনেক কিছু বলা যেতে পারে, তবে উপরের সব কিছু মেনে চললে আপনি সফলতা পাবেন আশা করি।

ধন্যবাদ সবাইকে।

হটফরেক্স ব্রোকারে একাউন্ট খুলতে চাইলে এখানে ক্লিক করুন।

Previous articleফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি নিয়ে যত কথা আপনার জানা প্রয়োজন।
Next articleস্টপ লস কি এবং টেক প্রফিট কি ? এর সঠিক ব্যবহার জানুন।
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here