এন্ড্রয়েড মোবাইল

এন্ড্রয়েড একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা কিনা রিলিজ হয় ২৩ সেপ্টেম্বর ২০০৮ সালে। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম একটি ফ্রি, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা এন্ড্রয়েড মোবাইল এ ব্যবহার করা হয়। এটা ডেভেলপ করা হয় মূলত টাচ স্ক্রিন ডিভাইসের জন্য যেমন- মোবাইল ফোন, ট্যাবলেট, ক্যামেরা ইত্যাদি। মোবাইল ফোনের জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনে দেয় এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। আর এই এন্ড্রয়েড নিয়ে কিছু মজার তথ্য জানাতেই আমাদের আজকের এই ব্লগ।

এন্ড্রয়েড মোবাইল নিয়ে ২৫টি মজার তথ্য

  • Andy Rubin হলেন সেই ব্যক্তি যিনি এন্ড্রয়েড তৈরি করেন। Android Inc. এর সহ প্রতিষ্ঠাতা।
  • Android Inc. এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপ করে এবং গুগল ৫০ মিলিয়ন ডলারে এটিকে কিনে নেয় ২০০৫ সালে।
  • গুগলের আগে অফার দেয়া হয় স্যামসাং কে, কিন্তু স্যামসাং এন্ড্রয়েড এর অফার ফিরিয়ে দেয়।
  • শুরুতে এন্ড্রয়েড ক্যামেরার জন্য ডেভেলপ করা হলেও পরবর্তীতে স্মার্টফোনে এর ব্যবহারে জোর দেয়া হয়।
  • বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম লেখা হয়, যেমনঃ Java, C, C++, XML, Assembly language, Python, Shell script, Go, Make, D।
  • HTC Dream অথবা T-Mobile G1 হল প্রথম এন্ড্রয়েড ফোন যা ২০০৮ সালে লঞ্চ করে।
  • বর্তমানে মোট স্মার্ট ফোন মার্কেটের ৮৮% দখল করে আছে এন্ড্রয়েড মোবাইল।
  • বর্তমান পৃথিবীতে ২ বিলিয়নের বেশি ডিভাইসে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু আছে।
  • এন্ড্রয়েড শব্দের অর্থ পুরুষ রোবট, এর বিপরীত মহিলা রোবটকে বলা হয় Gynoid।
  • এন্ড্রয়েড একটি ওপেন সোর্স সফটওয়্যার। মানে এর সোর্স কোড এভেইলেবল যে কেও এর ফিচার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে।
  • এন্ড্রয়েড এর ভার্সনগুলোর নাম ইংরেজি বর্ণমালার ক্রমানুশারে দেয়া হয়েছ এবং প্রতিটি ভার্সনের নাম মিষ্টান্নের নাম থেকে নেয়া।
  • ২০১০ সালে Anssi Vanjoki, নোকিয়ার CEO  এন্ড্র্যেড  নিয়ে বাজে মন্তব্য করেন।
  • গুগল এপ স্টোরে ৪৮ বিলিয়ন এপ রয়েছে যার সবই ফ্রি। এই সংখ্যা ক্রমেই বাড়ছে।
  • মাইক্রোসফট ইউন্ডোজ, ম্যাক এবং আইওএস(iOS) এর এপেল সারা বছরে যা বিক্রি হয় এন্ড্রয়েড মোবাইল ওএস(OS) এর ডিভাইস আর চেয়ে বেশি বিক্রি হয়।
  • এন্ড্রয়েড ফোনের বিক্রি থেকে মাইক্রোসফট বছরে ২ বিলিয়ন ডলার পেটেন্ট রয়ালিটি পেয়ে থাকে।
  • এন্ড্রয়েড ফোনের লোকেশন থেকেই গুগল ম্যাপ রাস্তার ট্রাফিক দেখায়।
  • এন্ড্রয়েড ফোনের ৪.৪ ভার্সনের নাম কিটক্যাট। গুগল কিটক্যাট চকলেট কম্পানিকে তাদের ব্র্যান্ড নাম ব্যবহার করার জন্য টাকা দিয়েছে।
  • Irina Blok ২০০৭ সালে এন্ড্রয়েডের লোগো তৈরি করেন, তিনি পুরুষ টয়লেটের সিম্বল থেকে উৎসাহিত হয়ে এই লোগো বানান।
  • প্রতি মাসে গড়ে ৪২.৩৮ মিলিয়ন ইউনিক ইউজার এন্ড্রয়েড মোবাইল এপের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে থাকেন।
  • এন্ড্রয়েড মোবাইল এর লগোকে আসলে এন্ড্রয়েড বলা হয়না, গুগল একে Bugdroid বলে থাকে। বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে দেখুন।
Previous articleএসির বিদ্যুৎ বিল হিসাব করুন নিজে নিজেই।
Next articleস্যাটেলাইট কাকে বলে এবং স্যাটেলাইট কিভাবে কাজ করে ।
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here