VPN Router কি ও কেন ব্যবহার করবেন?
বর্তমান পৃথিবীর অনলাইন জগত এক অদ্ভুত এবং অনিরাপদ জায়গা। বৈষয়িক জগতের তুলনায় ভার্চুয়াল জগত কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই ভার্চুয়াল জগতেও রয়েছে এক কালো ভয়ংকর অরাজকতা। নিরাপত্তা এবং গোপনীয়তা হয়ে পড়েছে এক আবশ্যকতার নাম। ব্যাংকিং থেকে শপিং, বন্ধু নির্বাচন সবই হয় এখানে। আমরা যখনই কোন একটি নির্দিষ্ট সাইটে প্রবেশ করি তখনই তারা জেনে যেতে পারে আমদের আইপি এড্রেস এবং লোকেশন। যেখান থেকে হাতিয়ে নিতে পারে আমাদের গোপনীয় বিভিন্ন তথ্য। বন্ধুরা, এতক্ষন ধরে এই লেকচার দেয়ার পেছনে রয়েছে সেই VPN এর অজানা কাহিনী। আসুন VPN Router কি সেটি জেনে নেই।
VPN Router কি তা জানার আগে আমাদের জানতে হবে VPN কি। VPN হলো এক প্রাইভেট নেটওয়ার্ক (Virtual Private Network)। অনলাইন হল একটি পাবলিক প্লেস যেখানে VPN আপনাকে দিবে একটি ব্যক্তিগত গোপনীয় পথ যে পথে আপনাকে কেউ অনুসরণ বা অনুকরণ করতে পারবে না। আপনি এই পাবলিক প্লেস থেকে বিছিন্ন হয়ে একটি ব্যক্তিগত নিরাপত্তা বলয়ের ভিতর অবস্থান করবেন ফলে আপনার আইপি এড্রেসটি কেউ ট্রেস করতে পারবে না।
এখন আসুন VPN Router কী তা জেনে নেই। সব রাউটারই কিন্তু VPN সাপোর্টেড না। এটি সাধারন রাউটার থেকে একটু উচ্চমানের। VPN Router এর সাপোর্ট পেতে হলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো এই নেটওয়ার্কের অধীনে যে কয়টি ডিভাইস আছে সেগুলিকে আগে VPN ইন্সটল করা লাগবে। এই ভিপিএন ইন্সটল করার মাধ্যমে আপনার রাউটারের অধীনে যতগুলি ডিভাইস আছে সেগুলি সুরক্ষিত হয়ে গেলো। অন্য কেউ এই নেট আর ইউজ করতে পারবে না। আপনি দূরবর্তী যে কোন ডিভাইসে এই ভিপিএন ইন্সটলের মাধ্যমে দূর থেকেই এই নেটওয়ার্কের অধীনে যতগুলি ডিভাইস আছে সেগুলি মনিটরিং করতে পারবেন। পুরোটাই থাকবে আপনার দখলে।
VPN Router পছন্দ করার আগে আপনাকে VPN Protocol পছন্দ করতে হবে। VPN Protocol হলো এমন একটি সংযোগের ব্যবস্থা যা VPN client এবং VPN server এর মধ্য সুরক্ষিত সংযোগ স্থাপন করে থাকে। সবচেয়ে জনপ্রিয় VPN protocol হলো L2PT। এর ডাবল এনক্রিপশন থাকার ফলে সিকিউরিটি লেভেল থাকে অত্যন্ত উচ্চমানের।
তাই বন্ধুরা আপনারা যারা বাসাবাড়িতে অথবা অফিসে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অধিক সিকিউরিটির কথা ভাবছেন তাদের জন্য VPN Router হতে পারে একটি চমৎকার সলিউশন। ধন্যবাদ সবাইকে। সুরক্ষিত থাকবেন, সুরক্ষিত রাখবেন।