যারা আমার এসইও কি এবং এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব ০১ পড়েছেন তারা অন সাইট এসইও নিয়ে মোটামুটি ধারনা পেয়ে গেছেন, তাদের জন্য আমি আজকে ছোট করে পর্ব ০২ লিখতে বসেছি। আজকের পর্বে আমি অফ সাইট এসইও টপিকের শুধু ব্যাকলিংক নিয়ে আলোচনা করব।
আজকের পর্বে যা থাকবে তার একটি লিষ্ট আগে আপনাদের দিয়ে নেই। আজকের পর্বে থাকছে-
- ব্যাকলিংক কি?
- ব্যাকলিংক কত প্রকার ও কি কি?
- ব্যাকলিংক কেন করবেন?
- সার্চ ইঞ্জিন র্যাংকিং এর উপর ব্যাকলিংকের প্রভাব।
- কিভাবে ব্যাকলিংক পেতে পারেন?
- ব্যাকলিংক পেতে যা যা করবেন না।
আগের পর্ব যারা পড়েননি তারা এসইও কি এবং এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব ০১ পড়ে আসুন, বুঝতে সুবিধা হবে।
ব্যাকলিংক কি?
যারা এসইও কি এবং এসইও নিয়ে বেসিক ধারনা পর্ব ০১ পড়েছেন তারা নিশ্চয় জানেন আউটবাউন্ড লিংক কি? Backlink সম্পূর্ণ এর বিপরীত বলতে পারেন। মানে অন্য কোন সাইট আপনার সাইটের কোন লিংক তার সাইটে ব্যবহার করলে সেটা আপনার জন্য একটা Backlink হিসেবে কাজ করবে। ব্যাকলিংক অফ লাইন এসইও এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে কঠিন অংশ বলা যায়। আর আপনার সাইটের ব্যাকলিংকের সংখ্যার উপর ভিত্তি করেই সার্চ ইঞ্জিন বুঝতে চায় আপনার সাইটটি কতটা তথ্যবহুল কিংবা গুরুত্বপূর্ণ।
আপনার সাইটের কতগুলো Backlink আছে তা আপনি সহজেই দেখতে পারেন এই লিংক থেকে।
ব্যাকলিংক কত প্রকার ও কি কি?
Backlink দুই ধরনের হয়ে থাকে। ডু-ফলো Backlink আর নো-ফলো Backlink।
ডু-ফলো ব্যাকলিংক হল এমন একটি Backlink যে লিংকের মাধ্যমে আপনার সাইটটিকে রেফার করা হয় এবং এই লিংকের মাধ্যমে লিংক জুস পাস করে এবং এটি আপনার পেইজকে সমর্থন দেবে। ডু-ফলো Backlink সবচেয়ে শক্তিশালি লিংক। আপনার চেয়ে রেটিং বেশি এমন সাইটের ডু-ফলো ব্যাকলিংক আপনার সাইটের রেটিং বাড়াবে।“rel=dofollow” হল ডু-ফলো ব্যাকলিংকের এইচটিএমএল কোড।
নো-ফলো ব্যাকলিংক হল এমন একটি লিংক যা আপনার সাইটকে ক্রল করতে সার্চ ইঞ্জিনকে নিষেধ করে।এই লিংকের মাধ্যমে লিংক জুস পাস করে না। নো-ফলো ব্যাকলিংক হয়ত আপনার কিছু ভিজিটর বাড়াবে কিন্তু রেটিং বাড়াবে না, ফলে র্যাংকিং এ এর কোন প্রভাব নেই। “rel=nofollow” হল নো-ফলো ব্যাকলিংকের এইচটিএমএল কোড।
সার্চ ইঞ্জিন র্যাংকিং এর উপর ব্যাকলিংকের প্রভাব
যে কোন সার্চ ইঞ্জিনের উপর ব্যাকলিংকের প্রভাব মারাত্মক। যে পেইজের যত বেশি Backlink আছে সার্চ ইঞ্জিন সেই পেইজকে ততবেশি তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ মনে করে এবং তাকে সার্চ রেজাল্টে উপরে দেখায়।
আপনার সাইটের চেয়ে ডোমেইন রেটিং বেশি এমন সাইটের Backlink আপনার জন্য বেশি কাজে দিবে। এজন্য অবশ্যই আপনার হাইকোয়ালিটি Backlink প্রয়োজন।আপনার সাইটের কোয়ালিটি Backlink যত বাড়বে আপনার সাইটের ডোমেইন অথরিটিও ততটা বাড়বে। আর ডোমেইন অথরিটি বাড়ার সাথে সাথে আপনার পেইজের কন্টেন্ট সার্চ র্যাংকিং এবং ভিজিটরও বাড়তে থাকবে।
কিভাবে ব্যাকলিংক পেতে পারেন?
নতুনদের জন্য তো বটেই, পুরানোদের জন্যও Backlink তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং। আমি এখানে খুব সহজে কিভাবে হাইকোয়ালিটি ব্যাকলিংক তৈরি করা যায় তার করেকটি উপায় বলে দিচ্ছি যা নতুনদের খুবই কাজে লাগবে।
- Quora.com: এই প্রশ্ন-উত্তর সাইট থেকে আপনি হাই কোয়ালিটি Backlink নিতে পারেন খুব সহজেই। যে কারো করা প্রশ্নের উত্তর ভালভাবে সম্পন্ন করে, শেষে আপনি আপনার সাইটের লিংক দিয়ে দিতে পারেন। তবে মনে রাখবেন, প্রশ্ন, উত্তর এবং আপনার লিংক যেন প্রাসঙ্গগিক হয়।
- Bissoy.com: এটিও আপনাকে হাইকোয়ালিটি Backlink দিতে পারে। Quora এর মতই নিয়ম মেনে প্রশ্নের উত্তর দিন।
- Guest Blogging: অন্য কোন ব্লগে যোগাযোগ করে আপনি চাইলে ব্লগ লিখে সাথে আপনার লিংক দিয়ে দিতে পারেন। এতে তার একটি কন্টেন্ট বাড়ল আর আপনিও একটি Backlink পেয়ে গেলেন।
- Profile Making: যেখানে যেখানে প্রোফাইলের সাথে ওয়েব এড্রেস দেয়া যায় সেখানেই আপনি একাউন্ট করুন এবং আপনার সাইটের ইউআরএল দিয়ে দিন। এটাও আপনার Backlink হিসেবে কাজ করবে।
- Backlink Interchange: আপনার যেমন Backlink প্রয়োজন তেমনি সবারই দরকার, তাই এমন কাওকে খুঁজে বের করুন যার সাথে আপনি ব্যাকলিংক আদান-প্রদান করতে পারেন। এটি ব্যাকলিংক বাড়ানোর খুব সহজ একটি উপায়।
- Comment: যেসব ব্লগে কমেন্ট করতে হলে ওয়েব সাইটের এড্রেস দিতে হয় সেখানে প্রাসঙ্গিক কমেন্ট করুন এবং ওয়েব এড্রেস দিয়ে দিন। তাহলে আপনার কমেন্ট প্রকাশিত হলে আপনি একটি Backlink পেয়ে যাবেন বলে আশা করি।
- Quality Content: কুয়ালিটি কন্টেন্ট লিখুন আপনার Backlink এমনিতেও তৈরি হতে পারে। তাই কন্টেন্ট এর দিকে নজর দিন।
- Increase Internal link: আপনার নিজের সাইটের ব্লগের মাঝে ইন্টারনাল লিংকিং বাড়াতে থাকেন। সার্চ ইঞ্জিন ইন্টারনাল লিংকিং থাকলে এক ব্লগের সাথে আরেকটি ব্লগকে তথ্যবহুল এবং একইসাথে প্রয়োজনীয় মনে করে। তাই এক ব্লগের সাথে আরেকটি ব্লগ ইন্টারনাল লিংকিং করে সংযুক্ত করুন।
ব্যাকলিংক পেতে যা যা করবেন না।
- আপনার চেয়ে নিচু রেটিং এর সাইট থেকে Backlink নিবেন না।
- এক সাইট থেকে বেশি ব্যাকলিংক নিবেন না।
- নিজের অন্যকোন সাইট থেকে Backlink নিবেন না। নিলেও আইপি এড্রেস যেন ভিন্ন হয়।
- ব্যাকলিংক কিনতে পাওয়া যায়, কখনই Backlink কিনবেন না।
- একদম তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে আগান সফলতা আসবেই।
আশা করি আজকের ব্লগ থেকে অফ সাইট এসইও এর ব্যাকলিংক অংশটি ভালভাবে বুঝতে পেরেছেন। অফ সাইট এসইও এর ব্যাপ্তি আসলে অনেক বিশাল। তাই কয়েকটি পর্বে আমি আপনাদের অফ সাইট এসইও সম্পর্কে জানাব। আশা করি ভাল কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আগামী পর্বে আবার কথা হবে।