দেখতে দেখতে ২০২০ সাল শেষ করে আমরা ২০২১ সালের জানুয়ারিতে পৌঁছে গেছি। গেল বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল করোনা ভাইরাসের পৃথিবীব্যাপী সংক্রমণ। এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে, প্রতিনিয়ত আক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।
এতকিছুর পরেও মানুষের জীবন কিন্তু থেমে নেই, এগিয়ে চলেছেই সময়ের সাথে সামনের দিকে। পুরানো ২০২০ সালকে পেছনে ফেলে মানুষ আলিঙ্গন করে নিয়েছে ২০২১ সালের নতুন বছরকে।
২০২১ সালের নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। পৃথিবী মুক্ত হোক করোনার নিকশ কালো থাবা থেকে। সবাইকে আমাদের রেডিটুরিডিং.কম ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।