নতুন বছরের শুভেচ্ছা

দেখতে দেখতে ২০২০ সাল শেষ করে আমরা ২০২১ সালের জানুয়ারিতে পৌঁছে গেছি। গেল বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল করোনা ভাইরাসের পৃথিবীব্যাপী সংক্রমণ। এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে, প্রতিনিয়ত আক্রমণের সংখ্যা বেড়েই চলেছে।

এতকিছুর পরেও মানুষের জীবন কিন্তু থেমে নেই, এগিয়ে চলেছেই সময়ের সাথে সামনের দিকে। পুরানো ২০২০ সালকে পেছনে ফেলে মানুষ আলিঙ্গন করে নিয়েছে ২০২১ সালের নতুন বছরকে।

২০২১ সালের নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। পৃথিবী মুক্ত হোক করোনার নিকশ কালো থাবা থেকে। সবাইকে আমাদের রেডিটুরিডিং.কম ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

নতুন বছরের শুভেচ্ছা

Previous articleফিবোনাক্কি সংখ্যা কাকে বলে এবং প্রকৃতিতে ফিবোনাক্কি সিরিজ
Next articleঅল্প টাকায় ব্যবসা করতে চান? আপনার জন্য এই ব্লগ।
Mamun
যে ব্যর্থ সে অজুহাত দেখায়, যে সফল সে গল্প শোনায়। আমি অজুহাত নয় গল্প শোনাতে ভালবাসি। আসুন কিছু গল্প শুনি, নিজের গল্প অন্যকে শুনাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here