ফরেক্স ট্রেড করার জন্য একটা ভাল ফরেক্স ব্রোকার বাছাই করে বের করা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবেন একটা ব্রোকার ভাল কিংবা খারাপ? অনলাইনে ব্রোকারের রিভিউ পড়ে ত অবশ্যই জানতে পারেন। কিন্তু একটি ভাল ব্রোকারের কিছু গুন থাকা আবশ্যক। আজকের ব্লগে আমি একটি ভাল ফরেক্স ব্রোকারের কি কি গুন থাকা উচিত তা নিয়ে আলোচনা করব।
আর হ্যা, মনে রাখবেন, বাংলাদেশে ফরেক্স ট্রেড করা আইনত নিষিদ্ধ। আমার এই ব্লগ পড়ে আপনি যদি উৎসাহিত হন, ট্রেড শুরু করেন- সেই দায়িত্ব আপনার। আমাকে কোন ভাবেই দায়ি করা যাবেনা।
তবে, দেশের বাইরে যে কেও ট্রেড করতে পারেন। বেশিরভাগ দেশেই ফরেক্স ট্রেড করতে আইনত কোন বাধা নাই। একাউন্ট ওপেন করতে এখানে ক্লিক করুন।
আসুন দেখে নেয়া যাক-
আগের দুই পর্ব পড়ে নিন, বেসিক আইডিয়া জেনে নিন।
- পর্ব- ০১ঃ এখানে পড়ুন।
- পর্ব-০২ঃ এখানে পড়ুন।
আপনার ফান্ডের নিরাপত্তা
আসলে ব্যাপারটি যেহেতু টাকার, সুতরাং প্রথমেই আপনার ফান্ডের নিরাপত্তার কথাই চলে আসে। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই আপনার কস্টে অর্জিত টাকা এক অখ্যাত ব্রোকারের হাতে তুলে দিবেন না। বিভিন্ন দেশে ব্রোকারদের নিয়ন্ত্রনের জন্য বিভিন্ন সংস্থা আছে। ফরেক্স ব্রোকার বাছাই করার সময় আপনি অবশ্যই প্রথমে দেখে নিবেন সেই ব্রোকারটি কোন কোন নিয়ন্ত্রণকারী সংস্থা দ্বারা অনুমোদিত। প্রয়োজনে ঐ নিয়ন্ত্রণকারী সংস্থার ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন। বিশ্ববিখ্যাত কিছু নিয়ন্ত্রণকারী সংস্থার নাম নিচে দেয়া হল-
- United States:National Futures Association (NFA) and Commodity Futures Trading Commission (CFTC)
- United Kingdom:Financial Conduct Authority (FCA) and Prudential Regulation Authority (PRA)
- Australia:Australian Securities and Investment Commission (ASIC)
- Switzerland:Swiss Federal Banking Commission (SFBC)
- Germany:Bundesanstalt für Finanzdienstleistungsaufsicht (BaFIN)
- France:Autorité des Marchés Financiers (AMF)
- Canada:Investment Information Regulatory Organization of Canada (IIROC)
আপনার ব্রোকার আপনার সাথে নিয়মের বাইরে কোন আচরন করলে আপনি এসব যায়গায় অভিযোগ করলে সুবিচার পাবেন।
ব্রোকারের খরচ দেখে নিবেন
যেহেতু আপনি লম্বা সময় ট্রেড করবেন তাই আপনার ব্রোকারের ট্রানজ্যাকশন কস্ট কেমন তা দেখে নিতে অবশ্যই ভুলবেন না।ট্রানজ্যাকশন কস্ট বলতে আমি বুঝিয়েছি স্প্রেড কেমন, কমিশন কেমন, সোয়াপ ফ্রি একাউন্ট করা যায় কিনা ইত্যাদি। যেসব ব্রোকারের এসব খরচ কম অবশ্যই সেখানে ট্রেড করবেন, তাহলে বছর শেষে বেশ কিছু ডলার আপনার বেচে যাবে।
ডলার ডিপোজিট আর উইথড্র প্রক্রিয়া
যেকোন ব্রোকারে একাউন্ট করার আগে আপনি অবশ্যই দেখে নিবেন ঐ ব্রোকারের ডিপোজিট আর উইথড্র মেথড কি কি অনুমোদিত আছে। যেমন- নেটেলার, স্ক্রিল, ক্রেডিট কার্ড, ব্যাংক ইত্যাদি। আর আপনি ঐসব মেথডে টাকা জমা কিংবা উইথড্র করতে পারবেন কিনা। তাছাড়া অনেক ফরেক্স ব্রোকার জমা ও উত্তলোনে চার্জ কাটে। এমন ব্রোকার বেছে নিন যারা কোন চার্জ কাটে না।
আরও একটি ব্যাপার হল উইথড্র টাইম কতক্ষন, মানে আপনি উইথড্র দেবার কতক্ষন পর ডলার আপনার একাউন্টে জমা হবে। কোন কোন ব্রোকার ২ মিনিট থেকে ১ ঘন্টার মাঝে ডলার উইথড্র দিয়ে থাকে। কেওবা ৭-৮ ঘন্টা আবার কেও কেও ২-৩ দিন সময় নিয়ে নেয়।
ট্রেডিং প্লাটফর্ম আছে কিনা
দেখে নিন আপনার ব্রোকারের ট্রেডিং প্লাটফর্ম সম্পর্কে। অনেক ব্রোকারের শুধ্যমাত্র ওয়েব বেজ প্লাটফর্ম থাকে। এমন বড়কার নির্বাচন করুন যাদের উইন্ডোজ, ম্যাক, এন্ড্রয়েড, আইওএস সকল প্লাটফর্মের টার্মিনাল আছে। আপনার ট্রেড করার জন্য সুবিধা হবে। মোবাইল প্লাটফর্ম না থাকলে আপনি যখন তখন ট্রেড ফলোআপ করতে পারবেন না।
ট্রেড এক্সিকিউশন টাইম
জেনে নিন আপনার ফরেক্স ব্রোকারের ট্রেড এক্সিকিউশন পলিসি এবং এক্সিকিউশন টাইম সম্পর্কে। স্লিপেজ কেমন। অনেক ব্রোকার প্রয়োজনের সময় দ্রুত ট্রেড এক্সিকিউট করতে পারেনা। বিভিন্ন সাইটে ব্রোকারের এক্সিকিউশন টাইম নিয়ে রিভিউ আছে। অখান থেকে জেনে নিন। এটা খুবই গুরুত্বপূর্ণ।
কাস্টোমার সার্ভিস কেমন
একটা ভাল ব্রোকারের একটা বড় গুন হল এর গ্রাহক সেবা। এরা আপনি চাওয়া মাত্র আপনাকে আপনার সেবা প্রদান করে থাকে। ২৪/৭ লাইফ চ্যাট সার্ভিস দিয়ে থাকে, আপনি কোন মেইল করলে দ্রুত আপনার ইমেইলের জবাব দেবে।আপনি তার কাস্টোমার, তাই আপনার দেখ ভাল করাটা তারা তাদের দায়িত্ব মনে করে। খারাপ ব্রোকার যেটা কখনই করবেনা।
এছাড়া ভাল ফরেক্স ব্রোকার আপনার জন্য ডেডিকেটেড একাউন্ট ম্যানেজার নিয়োগ দিবে, যেকোন সমস্যায় আপনি তার সাথে যোগাযোগ করলে সে আপনার হয়ে দ্রুত কাজ করে দিবে।
নিয়মিত ট্রেড এনালাইসিস প্রদান
একটা ভাল ফরেক্স ব্রোকার এর নিজস্ব মার্কেট এ্যানালিস্ট থাকে। তাদের এনালাইসিস টীম আপনাকে ট্রেড করতে সহায়তা করবে। তারা বিভিন্ন নিউজ সময়মত আপনাকে এইমেইলে দিয়ে দিবে, এতে আপনার ট্রেড করা সহজ হবে। অখ্যাত ব্রোকারের এসবের কোন বালাই থাকেনা। তারা চাইবে আপনি লস করেন।
উপরে উল্লেখিত বিষয়গুলির দিকে নজর দিয়ে ব্রোকার নির্বাচন করলে আশা করি আপনি ঠকবেন না। আপনার ট্রেডিং আনন্দময় হবে।
হ্যাপি ট্রেডিং।