আমরা অনেকেই শুনে থাকি যে, অনেক বড় ভাই বা আমাদের আত্মীয় স্বজন ফ্রিল্যান্সিং করে ইনকাম করে থাকে। আবার তাদের অনেকেই ফ্রিল্যান্সিং করে তাদের জীবিকাও নির্বাহ করে। তবে আমাদের মধ্যে অনেকেই এই কথাগুলো বিশ্বাস করে, আবার অনেকেই বিশ্বাস করে না। কারণ শুধুমাত্র অনলাইনে ফ্রিল্যান্সিং করে কী জীবিকা নির্বাহ করা সম্ভব? এত টাকা ইনকাম করা সম্ভব? অনেকের মনেই এই প্রশ্ন গুলো উঠে থাকে। তাই তারা এগুলো নিয়ে তেমন আগ্রহ প্রকাশ করে না এবং বিশ্বাসও করে না। আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, ফ্রিল্যান্সিং কি ? এখান থেকে কি সত্যিই ইনকাম করা যায়? এখান থেকে কি আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন? ইত্যাদি।
প্রথমেই আসি ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো “মুক্তপেশা”। মূলত অনলাইন থেকে ইনকাম করাকেই এক কথায় ফ্রিল্যান্সিং বলা হয়। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এ ধরনের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবী” বা ফ্রিল্যান্সার।
কয়েকটি বিশ্বব্যাপী জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট
ফ্রিল্যান্সিং এর জন্য কয়েকটি সাইট বিশ্বব্যাপী জনপ্রিয়। সেগুলো হলো,
এই ওয়েবসাইট গুলোতে একাউন্ট খুলে ক্লাইন্টের কাজ নিয়ে সঠিকভাবে করে দিতে পারলেই টাকা ইনকাম করতে পারবেন।
এবার আপনাদের প্রশ্নগুলো দেখা যাক
ফ্রিল্যান্সিং করে কি সত্যি টাকা ইনকাম করা যায়?
হ্যাঁ, ফ্রিল্যান্সিং করে সত্যিই টাকা ইনকাম করা যায়।
এখানে কি কি কাজ করতে হয়?
সেটা নির্ভর করবে আপনার ওপর। এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে। যেমন, আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন। এছাড়াও Blogging, Web Design, SEO, বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি, মাইক্রোসফট অফিস, বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা ইত্যাদি কাজগুলোই এখানে পাওয়া যায়।
ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন?
ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমেই প্রয়োজন আপনার একটি কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ। এ দুটো হলেই আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে অনেকের কাছেই শুনে থাকবেন যে, মোবাইল দিয়ে নাকি ফ্রিল্যান্সিং করা যায়। না, সেটা একেবারেই ভুল মোবাইল দিয়ে কোনোভাবেই ফ্রিল্যান্সিং করা সম্ভব নয়। আপনি চাইলে মোবাইল দিয়ে ছোটখাটো কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। সেটা অন্য বিষয় এবং সেটাকে অনলাইন ইনকাম বলে। সেটাকে এদিকে না নিয়ে আসি।
কাজ হলে আমি কোথাই থেকে টাকা পাবো?
আপনি যার কাজটি করেছেন, সেই আপনাকে টাকা দিবে। অবশ্যই সেটা প্রথমেই ডিল করা থাকবে।
কিভাবে পেমেন্ট পাওয়া যায়?
আপনি যে ওয়েবসাইট গুলো তে কাজ করবেন, সেগুলো থেকে খুব সহজে পেমেন্ট পাওয়া যায়। আপনার উপার্জিত টাকা আপনার ব্যাংক একাউন্টে খুব সহজেই নিয়ে আসতে পারবেন।
প্রতিটি কাজে কেমন টাকা ইনকাম হয়?
প্রতিটি কাজে কেমন টাকা ইনকাম হয় সেটা নির্ভর করবে আপনার কাজের উপর। ওয়েবসাইট থেকে আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের কাজ নিতে হয় এবং তাদের কাছে কাজগুলো সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে করে দিতে পারলেই, আপনাকে তারা পেমেন্ট করে দিবে।
এখানে থেকে কি টাকা হারানো বা মার যাওয়ার ভয় আছে?
না, এখানে টাকা মার যাবার বা হারিয়ে যাওয়া এরকম কোনো সমস্যা নাই। আপনি খুবই নিরাপদে আপনার টাকা গুলো ট্রানজেকশন করতে পারবেন।
ফ্রিল্যান্সিং করার জন্য নিজেকে কতটা তৈরি করে নিতে হবে?
ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে প্রয়োজন ধৈর্য আপনাকে প্রথমে ধৈর্য্যসহকারে কাজ করতে হবে এবং একটি কাজের প্রতি সঠিকভাবে সময় দিয়ে সেটাকে নিপুণভাবে তৈরি করতে হবে। মনে রাখবেন, প্রথম প্রথম আপনি কাজ নাও পেতে পারেন। তাই, কোনো অবস্থাতেই ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার কাজ যত ভালো হবে ততো বেশী আপনি কাজ পাবেন, আর যত বেশি কাজ ততো বেশি ইনকাম।
আশা করি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এভাবেই আপনারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন।
Very well presented. Every quote was awesome and thanks for sharing the content. Keep sharing and keep motivating others.
Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post